সন্দীপ সরকার, কলকাতা: প্রায় ১৮ বছর আগের ঘটনা। সাল ২০০৫। শ্যামবাজার ক্লাবের হয়ে কলকাতায় পি সেন ট্রফি (P Sen Trophy) খেলে গিয়েছিলেন তিনি। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে তাঁর ১২৬ বলে অপরাজিত ২০৭ রানের ইনিংস শোরগোল ফেলে দিয়েছিল।


সেই ইনিংসের কথা এখনও ভোলেননি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ঠিক যেমন বিস্মৃত হননি শ্যামবাজার ক্লাব ও তাদের সদস্য-সমর্থকদের কথাও। রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে (KKR vs CSK) পর্যুদস্ত করার পর স্মৃতিমেদুর হয়ে পড়েছিলেন ক্যাপ্টেন কুল। মাঠেই তাঁর সঙ্গে দেখা হয়ে যায় সিএবি কর্মী তথা শ্যামবাজার ক্লাবের সদস্য চিরঞ্জীব মণ্ডলের। হেসে কথা বলেন ধোনি। তাঁর কাছে আব্দার করা হয়, ইডেন গার্ডেন্সের মাঠকর্মীরা ছবি তুলতে চান। অমায়িক ধোনি রাজি হয়ে যান। প্যাড-গ্লাভস ড্রেসিংরুমে রেখে ফের মাঠে হাজির হয়ে যান ছবি তোলার অনুরোধ রক্ষায়।


ধোনি-দর্শনের অভিজ্ঞতা বলতে গিয়ে বেশ রোমাঞ্চিত চিরঞ্জীব। বলছিলেন, 'শ্যামবাজার ক্লাবের হয়ে পি সেন ট্রফি খেলে গিয়েছিলেন ধোনি। সেই থেকেই সুসম্পর্ক। রবিবার ম্যাচের শেষে অনুরোধ করেছিলাম, মাঠের মালিরা আপনার সঙ্গে ছবি তুলতে চায়। এক কথায় রাজি হয়ে গেলেন। সকলের সঙ্গে ছবি তুললেন।' যোগ করলেন, 'ধোনি কিছুই ভোলেন না। ওইটুকু সময়ের মধ্যে আমার মেয়ের খোঁজ নিয়েছেন।'


ধোনির এটাই শেষ আইপিএল কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। অনেকে ধরেই নিয়েছেন, একচল্লিশের ধোনিকে হয়তো শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে বাইশ গজে দেখা যাচ্ছে। ধোনি নিজেও জল্পনা উস্কে দিয়েছেন। হায়দরাবাদে ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর ইডেনে দাঁড়িয়েও বলে যান যে, কলকাতার মানুষ হয়তো তাঁকে বিদায় জানাতে মাঠ ভরিয়েছিলেন।


ম্যাচের শেষে পরিচিতদের সঙ্গে কথা বলার ফাঁকেও সেই বিষাদের সুরই শোনা গিয়েছে ধোনির গলায়। একটা সময় খড়্গপুরে রেলের টিসি হিসাবে দীর্ঘদিন কাটিয়েছেন। স্ত্রী সাক্ষীও কলকাতায় মেয়ে। শহরের জামাই বাংলা জানেন। বলতেও পারেন। চিরঞ্জীব বলছিলেন, 'আমি ধোনিকে বাংলায় জিজ্ঞেস করেছিলাম, খেলোয়াড় হিসাবে ইডেনে এটাই শেষ তো? ধোনি বাংলাতেই বললেন, সম্ভবত এটাই শেষ ম্যাচ।' তারপরই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেন চিরঞ্জীব। তাতে অবশ্য বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েছিলেন ক্যাপ্টেন কুল। 'আমাকে ধমকের সুরে ধোনি বলেন, এ কী করছো? প্রণাম করছো কেন? আমি বলি, আপনার মতো মহান ক্রিকেটারকে মাঠে খেলতে দেখলাম। শ্রদ্ধা নিবেদন করলাম আর কী,' বলছিলেন চিরঞ্জীব।


সিএবি কর্মী জানালেন, কীভাবে ব্যাটিং করতে নামার আগে সতীর্থদের সঙ্গে খুনসুটি করেন ধোনি। চিরঞ্জীব চেন্নাই সুপার কিংস ডাগ আউটের কাছেই দাঁড়িয়ে ছিলেন। বললেন, 'রবীন্দ্র জাডেজা ও ধোনি টসের পরই আলোচনা করছিলেন যে, এ তো সিএসকে-র হোম ম্য়াচ হয়ে গিয়েছে। এত সমর্থন দেখে অবাক হয়ে গিয়েছিলেন। জাডেজা ও রাহানে যখন ব্যাট করছিলেন, গ্যালারি ধোনিকে দেখতে মুখিয়ে ছিল। অম্বাতি রায়ডু প্যাড-গ্লাভস পরে মাঠে নামার জন্য তৈরি ছিলেন। তাঁকে চোখ টিপে ইশারা করেন ধোনি। নিজেও ব্যাট নিয়ে তৈরি ছিলেন। জাডেজা আউট হতেই রায়ডুকে ইশারা করে নিজে নেমে গেলেন। আসলে ঠিকই ছিল ধোনি নামবেন। দর্শকদের সমর্থন ধোনিকেও ছুঁয়ে গিয়েছিল।'


পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে কলকাতা ছেড়েছেন ধোনি। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জিতেছেন। সঙ্গে জিতে নিয়েছেন হৃদয়ও।



আরও পড়ুন: ABP Exclusive: মহাকাব্যিক মাহি! ইডেনে এলেন, দেখলেন, জয় করলেন...