কলকাতা: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে জেতাতে না পারলেও, লখনউের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) অর্ধশতরানের একটি ইনিংস খেলেন। ৬১ বলে ৬৮ রান করেন রাহুল। এই ইনিংসের সুবাদেই তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন। সাত ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৬২ রান, গড় ৩৭.৪৩। তবে এ মরসুমে তাঁর স্ট্রাইক রেট নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও একই প্রশ্নের মুখে পড়তে হয় রাহুলকে। তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১৩.৯১।


শীর্ষে ফাফ


তবে এখনও তালিকার শীর্ষে রয়েছেন ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)। ছয় ম্যাচে ডুপ্লেসি ৬৮.৬০ গড়ে ৩৪৩ রান করেছেন। আজ আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছেন ডুপ্লেসি। বাকিদের পিছনে ফেলে আরও খানিকটা এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছেন ডুপ্লেসির সামনে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার তিনি ৪৭.৫০ গড়ে ২৮৫ রান করেছেন। ২৭৯ রান করে তালিকায় বিরাট কোহলি তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন সিএসকের তারকা ওপেনার ডেভন কনওয়ে। তিনি ছয় ইনিংসে তিনটি অর্ধশতরানসহ মোট ২৫৮ রান করেছেন। কনওয়ের ব্য়াটিং গড় ৫১.৬০ ও স্ট্রাইক রেট ১৪৪.১৩।


রাহুলের রেকর্ড


গুজরাত জায়ান্টসকে (Gujarat Titans) হারিয়ে পাঁচ ম্যচ জিতে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি ছিল লখনউ সুপার জায়ান্টসের  (Lucknow Super Giants) সামনে। তবে মাত্র ১৩৬ রান তাড়া করে নেমেও শেষমেশ হেরেই মাঠ ছাড়তে হল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউকে। অবশ্য দলের পরাজয়ের দিনেই নজির গড়ে ফেললেন রাহুল। 


লখনউ অধিনায়ক এদিন ব্যাট হাতে কার্যত একাই লড়াই করেন। ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন রাহুল। মাত্র ১৯৭টি টি-টোয়েন্টি ইনিংস খেলেই সাত হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেললেন তিনি, ভারতীয় হিসাবে যা দ্রুততম। রাহুল বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। বিরাট ২১২ ইনিংসে বিশ ওভারের ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছিলেন। এতদিন সেটাই ছিল ভারতীয় হিসাবে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেললেন রাহুল।


অবশ্য ভারতীয় হিসাবে দ্রুততম হলেও, গোটা বিশ্বে রাহুল তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন। রাহুলের থেকে কম সময়ে বাবর আজম (১৮৭ ইনিংস) ও ক্রিস গেইল (১৯২ ইনিংস) সাত হাজার টি-টোয়েন্টি রান করেছেন।


আরও পড়ুন: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ শেষেই বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন ধোনি, ভাইরাল হল ভিডিও