কলকাতা: গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs RCB) বিরুদ্ধে তাঁর চোখধাঁধানো শতরান গোটা ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। মাত্র ৬২ বলে নিজের কেরিয়ারের ষষ্ঠ আইপিএল শতরানটি হাঁকান বিরাট কোহলি (Virat Kohli), যা যুগ্মভাবে আইপিএলের সর্বকালের সর্বাধিক। এবার বিরাটের শতরানের পর ময়দানে নেমে পড়ল কলকাতা পুলিশও।


কলকাতা পুলিশের নবীনকে খোঁচা


দিনকয়েক আগেই গৌতম গম্ভীর ও নবীন উল হকের (Naveen ul Haq) সঙ্গে কোহলির মাঠের ঝামেলা শিরোনাম কেড়েছিল। তারপর থেকে বেশ কয়েকদিন বড় রানের দেখা পাননি কোহলি। সেই ঝামেলার পরেও নবীন সরাসরি না হলেও, একাধিকবার তীর্যক মন্তব্য করেছেন। এমনকী আরসিবি-মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে কোহলি ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নবীন একটি পোস্টও করেছিলেন যেখানে তাঁর টিভিতে মুম্বই-আরসিবির খেলা চলছিল এবং খাটে ছিল আম। নবীন নিজের স্টোরির ক্যাপশনেও 'মিষ্টি আম' লেখেন। এবার সেই ঘটনাকেই মনে করিয়ে দিয়ে নবীনকে খোঁচা দেওয়ার পাশাপাশি হেলমেট পরার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজটিও করল কলকাতা পুলিশ।


নবীনের সেই পোস্টটির ছবিও কোহলির শতরান করে সেলিব্রেশনের ছবি কোলাজ করে কলকাতা পুলিশ লেখে, 'বিরাট রাজার আম দরবার, লক্ষ্যে পৌঁছে হেলমেটে ছাড়।'



টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে নজর


টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত শতরান হাঁকালেও, কোহলির পাখির চোখ কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই (World Test Championship Final)। ম্যাচ শেষে কোহলি সাফসাফ জানিয়ে দেন যে সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই কথা মাথায় রেখেই তিনি নিজের টেকনিক থেকে সরে গিয়ে কোনও পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দিতে চান না। কোহলি বলেন, 'আমি কখনও বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। এ বিষয়ে এডেনের (মারক্রাম) সঙ্গেও কথা বলছিলাম বটে। আমাদের তো বছরের ১২ মাসই খেলতে হয়। তাই আমি কোনও পরিস্থিতিতেই ভুলভাল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসতে চাই না। সামনেই তো টেস্ট ম্যাচ রয়েছে, তাই নিজের টেকনিকটা ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।'


ভারতীয় দল ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত ইংল্যান্ডের ওভাল মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হারের হতাশা দূর করে টেস্টে সেরা হওয়ার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে ভারত।


আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস