আমদাবাদ: তিনি বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের সামনে ত্রাস। তাঁর ঘূর্ণির মোকাবিলা করতে নাস্তানাবুদ হতে হয় বিশ্বের সব তাবড় তাবড় ব্যাটারদের। তবে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের (Rashid Khan) ব্যাটিংও ভয় ধরিয়ে দেয় বিপক্ষ দলকে। ফিনিশারের ভূমিকাতেও যে তিনি ওস্তাদ, তা বুঝিয়ে দিয়েছেন বারবার। হেলিকপ্টার শট মারতেও ক্রমেই পরিপক্ক হয়ে উঠেছেন রশিদ। তবে এতটা উন্নতি ব্যাটিংয়ে কীভাবে হল তাঁর? নিজেই উদ্ঘাটন করলেন সেই রহস্য?


কী জানালেন রশিদ খান?


আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন রশিদ খান। দলের ব্য়াটিং কোচ গ্যারি কার্স্টেন। এক সাক্ষাৎকারে নিজের ব্য়াটিং নিয়ে কথা বলতে গিয়ে রশিদ জানিয়েছেন যে তাঁর ব্যাটিংয়ে উন্নতির মূলে কার্স্টেনের টিপস। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন প্রাক্তন এই প্রোটিয়া তারকা। রশিদ বলছেন, ''আমার সঙ্গে গ্য়ারি কার্স্টেনের সম্পর্ক খুবই ভাল। ও আমাদের ব্যাটিং কোচ। আমাকে অনেক মূল্যবান পরামর্শ দেয় গ্যারি। আমার ব্যাটিংয়ে উন্নতির কৃতিত্ব অনেকটাই গ্যারির। আশিস নেহরা আমাকে বলে থাকেন যে আমি একজন প্রকৃত অলরাউন্ডার। ব্যাট হাতে সুযোগ পেলে তা কাজে লাগাতে চাই।''


এখনও পর্যন্ত ৩৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রশিদ। ১৯৪৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪২। এই ফর্ম্যাটে একটি অর্ধশতরানও রয়েছে তাঁর। অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তারকা আফগান ক্রিকেটার। 


কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন রশিদ খান। কিন্তু সেই জেতা ম্যাচ হেরে যেতে হয়েছিল শেষ ওভারে। রিঙ্কু সিংহ গুজরাতের যশ দয়ালকে শেষ পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জিতিয়ে দেন কেকেআরকে। তারকা লেগস্পিনার অবশ্য তা নিয়ে বেশি ভাবতে নারাজ। রশিদ বলছেন, ''আমার মনে হয় না যে এই ম্যাচগুলাে আমাদের আগামী ম্যাচে কোনো প্রভাব ফেলবে। আমরা যেমন ম্য়াচ জিতেছি, তেমন হেরেওছি। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স ভাল আমাদের। আমরা ভাল ক্রিকেট খেলছি। তার পরও আমাদের কিছু ভুলভ্রান্তি হচ্ছে। যা থেকে শিক্ষা নিয়ে আমরা শুধরানোর চেষ্টা করছি।''


কে এল রাহুলের জরিমানা


রাজস্থানের বিরুদ্ধে স্লো ওভার রেট, আর্থিক জরিমানা কে এল রাহুলের (K L Rahul)। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে ২৬তম ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) অধিনায়ককে অভিযুক্ত করা হয়েছে। আইপিএলের (IPL 2023) তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুলকে আর্থিক জরিমানা করা হয়েছে। তাঁর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য তাঁদের অধিনায়ককে এই আর্থিক জরিমানা করা হল। চলতি মরসুমে এই প্রথম এই শাস্তি পেলেন রাহুল। আর্থিকভাবে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এরপর যদি ফের একই ভুল করেন তিনি। তবে হয়ত আরও কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ডানহাতি এই তারকা ব্যাটারকে।