কলকাতা: শনিবার লখনউ সুপার জায়ান্টসের ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এই ম্যাচে ফের একবার ব্যাট হাতে এক চোখধাঁধানো ইনিংস খেললেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরকে জেতাতে না পারলেও, ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে খেলেন রিঙ্কু। তাঁর দুরন্ত ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব। সেই তালিকায় হাজির প্রাক্তন কেকেআর অধিনায়ক তথা বর্তমান লখনউ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।
রিঙ্কুর প্রশংসায় গম্ভীর
ম্যাচ শেষে রিঙ্কুর ইনিংসের প্রশংসা করে গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রিঙ্কু আজ কী দুরন্ত চেষ্টাটাই না করল! দুর্দান্ত প্রতিভা!' ম্যাচ শেষে গম্ভীরকে রিঙ্কু ও কেকেআর অধিনায়ক নীতীশ রানার সঙ্গে গভীর আলোচনা করতে দেখা যায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার সুবাদে রানার ছোটবেলায় গৌতম গম্ভীরের সঙ্গে তোলা এক ছবি অনেকেই দেখেছেন। দুইজনেই দিল্লির ক্রিকেটার। গম্ভীরকে রানা নিজের আইডল বলেও একাধিকবার সম্বোধিত করেছেন। ম্যাচ শেষে সেই আইডলের দেখা পেয়ে তাঁর থেকে টিপস নেওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করেননি নীতীশ। অবশ্য শুধু রিঙ্কু নয়, শহর কলকাতার প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করতেও ভোলেননি গম্ভীর।
প্রসঙ্গত, এই ম্যাচে কেকেআরকে জেতাতে না পারলেও এক সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নাইট তরুণ রিঙ্কু সিংহ। তিনি এ মরসুমের ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে তিনি পাঁচ বা তাঁর নীচেই ব্যাট করেছেন। এত নীচেব্যাট করে আইপিএলের ইতিহাসে আর কেউ এত রান করেননি। রিঙ্কু প্রাক্তন এক কেকেআর তারকার রেকর্ডই ভাঙলেন। বছর পাঁচেক আগে দীনেশ কার্তিক কেকেআরের হয়ে খেলাকালীন ৪৭২ রান করেছিলেন। রিঙ্কু তাঁর রেকর্ড ভেঙে দিলেন।
রিঙ্কুতে মজে ক্রুণালও
রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya)। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই গোটা বছরটাই রিঙ্কুর জন্য দুর্দান্ত কেটেছে। ও যতক্ষণ ক্রিজে রয়েছে, ততক্ষণ সবকিছুই সম্ভব। আজকে ও আবারও তা প্রমাণ করল। সত্যি বলতে ডেথ ওভারে নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়িত করাটাও বেশ চাপ।'
আরও পড়ুন: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?