কলকাতা: আদালতের নির্দেশ মতো আন্দোলনকারী সরকারি কর্মীদের সঙ্গে সরকারের আলোচনায় বসার সময়সীমা শেষ হচ্ছে সোমবার। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে রাজ্য সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি করল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করা এই সংগঠন জানিয়েছে, রাজ্য সরকার অন্য কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ করে থাকলে সেই দায় তাঁরা নেবেন না।  বকেয়া DA-র দাবিতে ধরে শহিদ মিনারে চলছে ধর্না-অবস্থান।


গত বছরের ২০ মে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪ নভেম্বর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ দিকে, সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চের ধর্মঘটে অংশগ্রহণকারীদের বেতন কাটার নির্দেশিকা পাঠানো হচ্ছে সরকারের তরফে। 


বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান-বিক্ষোভের ৭২ দিনে দিল্লিমুখী হন আন্দোলনকারীদের দ্বিতীয় দল। এদিন দুপুরে ও বিকেলে রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসে চড়ে আরও শ-আড়াই আন্দোলনকারী দিল্লির উদ্দেশে রওনা দেবেন। পাশাপাশি, শহিদ মিনারেও চলে ধর্না কর্মসূচি। রাজ্য সরকারের সঙ্গে আমরা প্রথম থেকেই কথা বলতে আগ্রহী। হাইকোর্টের মুখ্যসচিব বা অর্থসচিবকে বৈঠকে বসতে বললেও, সরকারের তরফে এখনও কোনও বার্তা মেলেনি বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছিল সেবারেও। 


গত ১১ এপ্রিল একদিকে যখন সুপ্রিম কোর্টে আজ DA-মামলার শুনানি, আরেক দিকে তখন কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে চলছে DA-ধর্নায় বসেছিলেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া DA-এ ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হয় সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এত কম সময়ে রাষ্ট্রপতি-সাক্ষাতের সময় পাওয়া সম্ভব নয়। তাই ই-মেল করে ডেপুটেশন দেওয়া কথা হয়।


এদিন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল DA-আন্দোলনকারীদের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাইরে থাকায়, তাঁর মন্ত্রকেও ডেপুটেশন জমা দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে রয়েছেন, তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের আজ যন্তর মন্তরের ধর্না-মঞ্চে আসার কথা রয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে।


অন্যদিকে, শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না-অবস্থান আজ ৭৫ দিনে পা দিল। এই ধর্না-অবস্থান সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেনা বাহিনী।