IPL 2023 Points Table: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল

IPL Play Off: সব দল ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে, অথচ প্লে অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে একটিমাত্র দল। আইপিএলের (IPL) ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি।

Continues below advertisement

কলকাতা: সব দল ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে, অথচ প্লে অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে একটিমাত্র দল। আইপিএলের (IPL) ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। একমাত্র গুজরাত টাইটান্স পৌঁছে গিয়েছে প্লে অফে। বাকি তিনটি জায়গার জন্য লড়াই সাত দলের। যদিও সেই লড়াইয়ে কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস।

Continues below advertisement

প্লে অফের দৌড় থেকে (IPL Play Off) ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম?

আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে যাচ্ছে গুজরাত।

রবিবার কেকেআরের কাছে হেরে গিয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। 

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লখনউ। বাকি ১ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা।

বৃহস্পতিবার হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হল ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের। আরসিবি রয়েছে ৪ নম্বরে। তাদের রান রেট +০.১৮০। যা সবচেয়ে স্বস্তির জায়গা। কারণ, পয়েন্ট সমান হলে শেষ হিসাবে নেট রান রেট মহার্ঘ হবে।

প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। তবে আরসিবি জেতায় পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। সাতে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নাইটদের। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে কেকেআরকে। জিততে হবে বিরাট ব্যবধানে। সেই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে যদি প্লে অফের দরজা খোলে।

পাঞ্জাবের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় আটে রয়েছে প্রীতি জিন্টার দল। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস নয়ে। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

 
Continues below advertisement
Sponsored Links by Taboola