আমদাবাদ: বলা হচ্ছে, টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যযুক্ত দুই দল (IPL Final)। এক দলের হাতে শুভমন গিলের মতো দুরন্ত ছন্দে থাকা ওপেনার রয়েছেন, তো আরেক দলের হয়ে ইনিংস ওপেন করেন বিধ্বংসী ছন্দে থাকা ডেভন কনওয়ে। এক দলে রয়েছেন ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়ার মতো মারকুটে ব্যাটার রয়েছে, তো আরেক দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবের মতো বিগহিটার। গুজরাত টাইটান্সের হাতে মহম্মদ শামি থাকলে চেন্নাই সুপার কিংসের রয়েছে মাথিশা পাথিরানা ও তুষার দেশপাণ্ডের মতো জোরে বোলার। স্পিন বিভাগেও জোর টক্কর। গুজরাতের হাতে রশিদ খান থাকলে সিএসকে-র রয়েছে রবীন্দ্র জাডেজা, মহেশ তিকশানা (GT vs CSK)।


সর্বোপরি দুই দলের দুই অধিনায়ক। একদিকে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। অন্যদিকে হার্দিক পাণ্ড্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উইকেট থেকে ফায়দা পাবে কোন দল? পিচই বা কেমন আচরণ করবে?


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই মরসুমে সব ম্যাচেই বড় রানের খেলা হচ্ছে। এই মাঠে এখনও পর্যন্ত যে ৮টি ম্যাচ হয়েছে, সেগুলিতে প্রথম ইনিংসে গড় রান ১৯৩। তার মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা দল। 


এমনিতেই এবারের আইপিএলের রীতিই হচ্ছে, প্রথমে ব্যাটিং করা দলই বেশিরভাগ ম্য়াচ জিতেছে। এখনও পর্যন্ত ৭২ ম্যাচের মধ্যে ৪০টি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। প্রথমে ব্যাট করে হারতে হয়েছে, এরকম ঘটনা মাত্র ৩২টি ম্যাচে। ফাইনালেও বড় রানের পূর্বাভাস রয়েছে এবং চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স - দুই দলই চাইবে টস জিতে প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তুলতে। কিউরেটর জানিয়েছেন, খুব একটা শিশির পড়ার সম্ভাবনা নেই। যে কারণে পরে ফিল্ডিং করলেও বল গ্রিপ করতে সমস্যা হবে না।


আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।


নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার মহারণ। আইপিএল (IPL Final) ফাইনালে গুরু-শিষ্যের লড়াই। মুখোমুখি চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গতবারের ট্রফিজয়ী গুজরাত টাইটান্স (GT vs CSK)। গুরু-শিষ্যের লড়াই কারণ, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এবং হার্দিক প্রকাশ্যে বারবার বলে এসেছেন যে, নেতৃত্বের পাঠ তিনি পেয়েছেন ধোনির কাছেই।


কোয়ালিফায়ার ওয়ানে শেষ হাসি হেসেছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রে ঘায়েল হয়েছিল গুজরাত। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর গুজরাতকে খেলতে হয়েছিল কোয়ালিফায়ার টু-তে। যে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে গো হারান হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছেন হার্দিকরা।


রবিবার হার্দিক-শুভমনরা খেলবেন ঘরের মাঠে। যে মাঠের পিচ ও পরিবেশ গুজরাত শিবিরের কাছে ভীষণ পরিচিত। কৌশলগতভাবে সুবিধা পাবে গুজরাত। অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েছিল চেন্নাই আর সেই কারণে মনস্ত্বাত্ত্বিক সুবিধা পাবেন ধোনিরা।



আরও পড়ুন: WTC Final 2023: রুতুরাজের বদলে ভারতীয় দলে ডাক পাচ্ছেন যশস্বী?