আমদাবাদ: ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচ দিয়ে। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তাই দুই দলকে ফাইনালে দেখে তেমন কেউই অবাক হবেন না।


বৃষ্টির সম্ভাবনা


কিন্তু আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচের সময়কালে ৪০ শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা, তবে সন্ধে গড়ালে তা কমে ৩২ ডিগ্রি পর্যন্ত নামার অনুমান করা হচ্ছে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, বরুণদেব ম্যাচে বিঘ্ন ঘটালে, ফাইনাল যদি বৃষ্টির কারণে আয়োজিত না হতে পারে, তাহলে কী হবে?


আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে। রবিবার যদি অন্তত দুই দল পাঁচ ওভার করে খেলতে না পারে তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রবিবার যদি একটি বলও খেলা সম্ভব হয়, তাহলে যেখানে ম্যাচ বৃষ্টির জন্য থেমেছে, সেখান থেকেই আবার কাল খেলা শুরু হবে। আর যদি রবিবার টস হয়ে যায়, কিন্তু একটি বল খেলা না হয়, তাহলে সোমবার আবার নতুন করে খেলা শুরু হবে। সেদিন ম্যাচ শুরুর আগে দুই দলই নিজেদের পূর্বনির্ধারিত দলে বদল ঘটাতে পারবে। আর টস না হলে তো কথাই নেই।


 



 


ধারাবাহিক পারফর্মার


দুই শক্তিশালী গুজরাত ও চেন্নাই গোটা টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। দুই দলই বেশ শক্তিশালী, দলের দুই অধিনায়কের নেতৃত্ব দেওয়ার ধরনটাও অনেকটা একরকম। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত নাগাড়ে দ্বিতীয় জিতবে না চেন্নাই সুপার কিংস পঞ্চম খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ডে ভাগ বসাবে? সেটাই দেখার বিষয়। 


আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?