আমদাবাদ: গুজরাত টাইটান্সের ইনিংসের শেষে টিম ডেভিডকে কী বলবেন রোহিত শর্মা?
শুভমন গিলের (Shubman Gill) রান তখন ৩০। ক্রিস জর্ডানের বলে শুভমনের ক্যাচ ফেলে দেন টিম ডেভিড (Tim David)।
প্রাণরক্ষা হওয়ার পর ব্যাট নয়, মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের ওপর যেন চাবুক চালালেন শুভমন। ৪৯ বলে করলেন সেঞ্চুরি।
এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে ধ্বংস করে দিয়েছিলেন আকাশ মাধওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের ডানহাতি পেসার মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে রেকর্ড গড়েছিলেন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে আসা মাধওয়ালকে নিয়ে রীতিমতো হইচই চলছে।
উত্তরাখণ্ডের পেসারকে নিয়ে শুক্রবার ছেলেখেলা করলেন গিল। তাঁর এক ওভারে নিলেন ২১ রান। মারলেন ৩ ছক্কা।
অরেঞ্জ ক্যাপও ফাফ ডুপ্লেসির কাছ থেকে ছিনিয়ে নিলেন গিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের চেয়ে মাত্র ৮ রানে পিছিয়ে ছিলেন। ৯ রান করলেই অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে যাওয়ার কথা ছিল শুভমনের। সেখানে তিনি করলেন ১২৯। এখন সর্বোচ্চ স্কোরার শুভমনই। ১৬ ম্যাচে ৮৫১ রান হয়ে গেল তাঁর। তিনটি সেঞ্চুরি করেছেন।
শুক্রবার কেমন ছিল শুভমনের দাপট? একটা সময় ৩৭ বলে ৫৯ রান ছিল পাঞ্জাবের ক্রিকেটারের। পরের ১২ বলে ৪১ রান করে সেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ রান করে ফেরেন শুভমন। স্ট্রাইক রেট? ২১৫! সাতটি চার ও ১০টি ছক্কা মেরেছেন পাঞ্জাবের ডানহাতি ওপেনার। শেষ পর্যন্ত মাধওয়ালই ফেরান তাঁকে। ক্যাচ ধরলেন সেই টিম ডেভিড। তবে ততক্ষণে যা ক্ষতি করার করে দিয়েছেন শুভমন।
শুভমনের মারা ছক্কা দেখে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য এমনই মুগ্ধ হয়ে যান যে, বাউন্ডারি লাইনের পাশে বসে অভিব্যক্তিতে বুঝিয়ে দেন, তিনি বাকরূদ্ধ। হার্দিকের সেই অভিব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
একটি পরিসংখ্যানও বেশ চমকে দেওয়ার মতো। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩৩টি ছক্কা মেরেছেন গিল। যেখানে গত মরসুমে শুভমন মেরেছিলেন ১১টি ছক্কা। ২০২১ সালের আইপিএলে মেরেছিলেন ১২টি ছক্কা। এবার প্রায় তিনগুণ বেশি ছক্কা মেরেছেন গিল।