সন্দীপ সরকার, কলকাতা: অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। ১২ বছর পর ভারতের মাটিতে হচ্ছে পঞ্চাশ ওভারের বিশ্বযুদ্ধ। আর সেই টুর্নামেন্টে দর্শকদের জন্য চমকের ব্যবস্থা করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স (Eden Gardens)।


এবিপি লাইভকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, 'স্টেডিয়াম আমূল সংস্কার করা হবে। বৃহস্পতিবার থেকে ক্লাব হাউস সংস্কারের কাজ শুরু হয়ে গেল। আইপিএলের আগে কর্পোরেট বক্স সংস্কারের কাজ হয়েছিল। পুরো ক্লাব হাউসের খোলনলচে বদলে ফেলা হবে। ওয়ান ডে বিশ্বকাপের সময় দর্শকরা নতুন ইডেন গার্ডেন্স দেখতে পাবেন।'


ইডেনের ক্লাব হাউসের লোয়ার টিয়ারের বাকেট চেয়ার পাল্টে আগেই অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসেছে। তবে আইপিএলের জন্য আপার টিয়ারের কাজ বাকি ছিল। এবার সেই কাজেও হাত দেওয়া হচ্ছে। আপার টিয়ারেরও সব বাকেট চেয়ার বদলে অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসানো হবে। ক্লাব হাউসের একতলা, দোতলা ও তিনতলাকে নতুন চেহারা দেওয়া হবে। 


ইডেনের ই, এফ, জি, এইচ, আই ব্লকেরও আমূল সংস্কার হবে। শুরু হবে শেডের কাজ। জানা গেল, ক্লাব হাউস সংলগ্ন চারটি ব্লক - বি, সি ও কে এবং এলে যেরকম শেড আছে, সেরকম টার্নস্টাইল শেডই হবে বাকি অংশে। তবে একটু অন্যরকম। আরও অত্যাধুনিক। হাতে আর মাত্র চার মাস মতো সময়। দ্রুত কাজ সম্পন্ন করে ফেলতে তৎপর সিএবি।


এর আগে যখন গোটা স্টেডিয়ামে বাকেট সিট বসানো হয়েছিল, তখন আসনসংখ্যা কমে গিয়েছিল ইডেনের। আগে যে মাঠে প্রায় এক লক্ষ দর্শক বসার ব্যবস্থা ছিল, এখন সেখানে ৬৬ হাজার মতো দর্শকাসন রয়েছে। এবার স্টেডিয়াম সংস্কারের সময় ফের দর্শকাসনে কোপ পড়বে না তো? সিএবি প্রেসিডেন্ট বলছেন, 'না। দর্শকাসন আর কমবে না।'


তবে জে ব্লকের ওপর কোনও শেড তৈরি করা হচ্ছে না। কারণ, সিএবি কর্তারা আলোচনা করে দেখেছেন, পশ্চিম প্রান্তের ওই অংশ দিয়ে দুপুরের পর থেকে সূর্যের আলো মাঠে আসে। টেস্ট ম্যাচের সময় যা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই আলোকে আড়াল করতে চাইছেন না কর্তারা। পাশাপাশি শেড হলে মাঠে বিকেলের দিকে ছায়া পড়বে। তাতে ক্রিকেটারদের সমস্যাও হতে পারে। তাই জে ব্লকের শেড নির্মাণ করা হচ্ছে না আপাতত।


মাঠেরও সামান্য সংস্কারের কাজ হবে। কীরকম? স্নেহাশিস বলছেন, 'মাঠের জল নিষ্কাশন ক্ষমতা বাড়ানোর জন্য কোরিং করে বালি ঢোকানে হবে। আগেও কোরিং করা হয়েছিল। বিশ্বকাপের আগে ফের একবার কোরিং করানো হবে।'


বিশ্বকাপের সময় নতুন ইডেন তাক লাগাবে, বিশ্বাস সিএবি কর্তাদের।


আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতাকে কুর্নিশ রোহিতের