মুম্বই: আইপিএলের পরই জাতীয় দলের জার্সিতে ফের নেমে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট দলের তারকারা। আর প্রথম অ্যাসাইনমেন্টই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। অভিজ্ঞতা ও তারণ্যের মিশেলে ভারতীয় দল আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার কী হবে?


কী বলছেন এমএসকে প্রসাদ?


প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ''আমাদের সিনিয়র বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এছাড়া রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন এই তালিকায়। কিন্তু আমাদের ব্যাটারদের দায়িত্ব নিয়ে ভাল খেলতে হবে। সময় খুব কম রয়েছে আমাদের কাছে। তবে এটা প্রথমবার নয়। আমাদের সিনিয়র ব্যাটার যাঁরা অর্থাৎ রোহিত, রাহানে, পূজারা, বিরাটদের ব্যাটে রান পেতে হবে। শুভমন গিলের মত তরুণদের ওপর বেশি চাপ দেওয়া উচিত হবে না। যদি সিনিয়র ব্যাটাররা ভাল খেলে, তাহলে জুনিয়ররাও ভাল পারফর্ম করতে পারবে।''


আইপিএলে রোহিত শর্মা খুব একটা ভাল ফর্মে নেই। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ প্রসাদ। তিনি বলেন, ''২০১৯ বিশ্বকাপের আগেও রোহিতের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। কিন্তু ইংল্যান্ডে পৌঁছে মাঠে নামার পর ও পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিল। রোহিত একজন অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র ব্যাটার। ও টেস্ট, ওয়ান ডে ফর্ম্যাটে ভাল খেলেছে সম্প্রতি। আইপিএল খুব একটা রান পায়নি। কিন্তু রোহিত ঠিক ফর্মে ফিরবে ওভালে।''


ঘোষিত পুরস্কারমূল্য


ভারত-অস্ট্রেলিয়ার এই খেতাবি লড়াইয়ে জয়ী দল অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারস্বরূপ এক বিশেষ দণ্ড তো দেওয়া হবেই, পাশাপাশি ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩.৩২ কোটি) পুরস্কার মূল্যও পাবে। ফাইনালে পরাজিত দলকে আট লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৫ কোটি)। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে মোট ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১.৪ কোটি ) পুরস্কারমূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।


প্রসঙ্গত, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে ভারত ও অস্ট্রেলিয়া, উভয় দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৩.৫ কোটি এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২.৮ কোটি টাকা পাবে।