কলকাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব আল হাসান। পিঠের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নিয়মিত অধিনায়ক না থাকায় টুর্নামেন্ট শুরুর মুখে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নীতীশ রানাকে। জেসন রয়কে আগেই পরিবর্ত ক্রিকেটার হিসাবে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার সই করাল আর্য দেশাইকে (Arya Desai)।
কে এই আর্য দেশাই? গুজরাতের ক্রিকেটার। গত রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে। গুজরাতের হয়ে ৩টি রঞ্জি ম্যাচে ১৫১ রান করেছেন। বয়স মাত্র ২০ বছর। বাঁহাতি ব্যাটার। সঙ্গে অফস্পিন বলও করেন। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জিতে ঝকঝকে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন।
বাংলার দুই ক্রিকেটার অভিমন্য়ু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামিও সম্প্রতি কেকেআরে ট্রায়াল দিয়েছিলেন। কলকাতা ময়দান আশায় ছিল, কেকেআরে বাংলার ক্রিকেটারদের সুযোগ না পাওয়ার আক্ষেপ কিছুটা হলেও হয়তো মিটবে। হয়তো বাংলার দুই ক্রিকেটারের মধ্যে কোনও একজন সুযোগ পাবেন কেকেআরে।
শেষ পর্যন্ত অবশ্য হতাশই হতে হল বাংলাকে। গুজরাতের তরুণে আস্থা দেখাল নাইট টিম ম্যানেজমেন্ট।
বেল বাজালেন লারা
উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা ও অন্যান্য সিএবি কর্তারা।
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগের দিনই এবিপি লাইভ জানিয়েছিল যে, ম্যাচের আগে আরও একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছিল। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর জন্য। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৭.২৫ নাগাদ সেই ছবিই দেখা গেল ইডেনে। বেল বাজিয়ে ম্যাচের সূচনা করলেন কেকেআরের প্রতিপক্ষ শিবিরের হেডস্যার লারা।