কলকাতা: আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের খেলা শেষ। নির্ধারিত হয়ে গিয়েছে, কোন চার দল প্লে অফে জায়গা করে নিয়েছে। কোয়ালিফায়ার ওয়ানে খেলবে কোন দুই দল? এলিমিনেটরেই বা মুখোমুখি কারা? কোয়ালিফায়ার টু কবে? প্লে অফের খুঁটিনাটি এক ঝলকে।


পয়েন্ট টেবিলের প্রথম দুই দল জায়গা করে নেয় কোয়ালিফায়ার ওয়ানে। সেই ম্য়াচে যারা জেতে, সরাসরি পৌঁছে যায় ফাইনালে। যারা হারে, তারা আরও একটি সুযোগ পায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে ওঠার। এলিমিনেটরে খেলে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা দুই দল। সেই ম্যাচে যারা হারে, ট্রফির দৌড় থেকে ছিটকে যায়। যারা জেতে, তারা কোয়ালিফায়ার টু-তে খেলে। 


গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবারও রয়েছে দুরন্ত ছন্দে। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পেয়েছেন হার্দিক পাণ্ড্যরা। ১৪ ম্যাচের ১০টি জিতেছে গুজরাত। ২০ পয়েন্টে শেষ করেছে তারা। শুভমন গিলের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে অফ স্বপ্ন ভেস্তে দিয়েছে গুজরাত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় কোয়ালিফায়ার ওয়ানে খেলবে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ? মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচে ১৭ পয়েন্টে শেষ করেছেন ক্যাপ্টেন কুলরা।


কবে সেই ম্যাচ?


মঙ্গলবার, ২৩ মে। খেলা হবে ধোনিদের ঘরের মাঠ চিপকে। যে কারণে হার্দিকদের লড়াই করতে হবে চেন্নাইয়ের হুইসল পোড়ু ভক্তদের গর্জনের বিরুদ্ধেও। ম্য়াচ শুরু হবে সন্ধে ৭.৩০-এ।


পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে ১৭ পয়েন্টে শেষ করেছেন ক্রুণাল পাণ্ড্যরা। চার নম্বর জায়গা পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট রোহিত শর্মাদের। এলিমিনেটরে মুখোমুখি হবে এই দুই দল। বুধবার, ২৪ মে চিপকেই হবে ম্যাচ। খেলা শুরু সন্ধে ৭.৩০-এ। সেই ম্যাচে যারা হারবে, ট্রফির দৌড় থেকে ছিটকে যাবে। যারা জিতবে, পৌঁছে যাবে কোয়ালিফায়ার টুয়ে।


কোয়ালিফায়ার টু হবে শুক্রবার, ২৬ মে। খেলা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গুজরাত বনাম চেন্নাই ম্যাচের পরাজিত দলের বিরুদ্ধে খেলবে লখনউ বনাম মুম্বই ম্যাচের বিজয়ী দল। সেই ম্যাচও সন্ধে ৭.৩০ থেকে। কোয়ালিফায়ার ওয়ান ও কোয়ালিফায়ার টুয়ের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী রবিবার, ২৮ মে আমদাবাদে হবে ট্রফির যুদ্ধ। সেই ম্যাচও খেলা হবে সন্ধে ৭.৩০ থেকেই।


আরও পড়ুন: মোহনবাগান সমর্থকদের মাঠে ঢুকতে বাধা? অভিযোগ ওড়াল কলকাতা নাইট রাইডার্স