নয়াদিল্লি: পরের মরসুমের আইপিএলে (IPL 2023) ঘটতে চলেছে বড় বদল। গত দুই মরসুমে করোনার কারণে আইপিএলে 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ফর্ম্যাটে খেলা সম্ভব হয়নি। কিন্তু আসন্ন মরসুম থেকেই আবার অতীতের মতো 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ফর্ম্যাটে ম্যাচ খেলবে ফ্রাঞ্চাইজিগুলি। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের চিঠি
রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে পাঠানো এক চিঠিতে সৌরভ লেখেন, 'পরের মরসুমে পুরুষদের আইপিএলে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে। ১০টি দলই নিজেদের হোম ম্যাচগুলি নিজেদের ঘরের মাঠেই খেলবে।' করোনার কারণে গত দুই মরসুমে এই ফর্ম্যাটে খেলা হয়নি। গত বারের আইপিএলের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই আয়োজিত হয়েছিল মহারাষ্ট্রের বিভিন্ন মাঠে। তার আগের মরসুমের আইপিএলের প্রথম পর্ব আয়োজিত হয় দিল্লি, মুম্বই, চেন্নাই এবং আমদাবাদে এবং দ্বিতীয় পর্ব আয়োজিত হয়েছিল আমিরশাহিতে।
২০২০ সালের আইপিএলও আয়োজিত হয়েছিল মরুদেশের তিন মাঠে। তাই দীর্ঘদিন আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিতই ছিল। তবে আর নয়। পরের মরসুম থেকেই আবার স্বাভাবিকভাবে আগের মতোই ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে খেলবে এবং দর্শকদের সমর্থনও পাবে। এই ফর্ম্যাট অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলি তাদের মরসুমের অর্ধেক ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলে এবং বাকি অর্ধেক ম্যাচ নির্দিষ্ট প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলে।
স্বাভাবিক হচ্ছে ভারতীয় ক্রিকেট
প্রসঙ্গত, এ মরসুমেই আবারও পুরোদমে ভারতীয় ঘরোয়া মরসুমে আয়োজনের কথা জানিয়েছিল বিসিসিআই। সেই মতোই বর্তমানে দলীপ ট্রফিও আয়োজিত হচ্ছে। এবার আইপিএলও আগের ফর্ম্যাটে আয়োজিত হওয়ার সিদ্ধান্তের পর বলাই যায় যে করোনা চোখ রাঙানি কাটিয়ে আবার স্বাভাবিকতা ফিরছে ভারতীয় ক্রিকেটে। এতদিন পর নিজেদের ঘরের ফ্রাঞ্চাইজির হয়ে গলা ফাটানোর জন্য নিশ্চয়ই মুখিয়ে থাকবেন দর্শকরাও।
দল ছাড়ছেন গিল!
গত মরসুমেই কলকাতা নাইট রাইডার্স শুভমন গিলকে (Shubman Gill) রিটেন না করায়, তাঁকে নিলামের আগেই দলে নিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নতুন দলের হয়ে ব্যাট হাতে পারফর্ম করে নজরও কেড়েছেন শুভমন। দলের সঙ্গে প্রথম মরসুমেই জিতেছেন আইপিএলও। তবে এক মরসুম পরেই ছিন্ন হতে চলেছে গিল ও গুজরাত টাইটান্সের সম্পর্ক? সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের এক পোস্ট ঘিরেই যত জল্পনা। পোস্টে শুভমনকে তাঁর ভবিষ্যতের জন্য গুজরাত টাইটান্স শুভেচ্ছা জানিয়ে লেখে, 'সফরটা ভীষণই স্মরণীয় ছিল। আমাদের তরফে তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।' জবাবে গিলও সেই পোস্টেই আইপিএল ফ্রাঞ্চাইজিকে শুভেচ্ছা জানান। এর পর থেকেই গিলের গুজরাত টাইটান্স ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। সাধারণত কোনও তারকা দল ছাড়লেই ফ্রাঞ্চাইজি বা ক্লাবের তরফে এমন পোস্ট করা হয়। তাই গিলের ক্ষেত্রে এমনটাই হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা।
আরও পড়ুন: এক মরসুম পরেই দল বদলাচ্ছেন গিল? গুজরাত টাইটান্সের পোস্ট ঘিরে শুরু জল্পনা