নয়াদিল্লি: গত মরসুমেই কলকাতা নাইট রাইডার্স শুভমন গিলকে (Shubman Gill) রিটেন না করায়, তাঁকে নিলামের আগেই দলে নিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নতুন দলের হয়ে ব্যাটা হাতে পারফর্ম করে নজরও কেড়েছেন শুভমন। দলের সঙ্গে প্রথম মরসুমেই জিতেছেন আইপিএলও। তবে এক মরসুম পরেই ছিন্ন হতে চলেছে গিল ও গুজরাত টাইটান্সের সম্পর্ক?
সোশ্যাল মিডিয়া পোস্ট
শনিবার (১৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের এক পোস্ট ঘিরেই যত জল্পনা। পোস্টে শুভমনকে তাঁর ভবিষ্যতের জন্য গুজরাত টাইটান্স শুভেচ্ছা জানিয়ে লেখে, 'সফরটা ভীষণই স্মরণীয় ছিল। আমাদের তরফে তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।' জবাবে গিলও সেই পোস্টেই আইপিএল ফ্রাঞ্চাইজিকে শুভেচ্ছা জানান। এর পর থেকেই গিলের গুজরাত টাইটান্স ছাড়ার নিয়ে জল্পনা তুঙ্গে। জল্পনা হওয়াটাও স্বাভাবিক। সাধারণত কোনও তারকা দল ছাড়লেই ফ্রাঞ্চাইজি বা ক্লাবের তরফে এমন পোস্ট করা হয়। তাই গিলের ক্ষেত্রে এমনটাই হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা।
কোন দলের হয়ে খেলবেন গিল?
গত মরসুমের আইপিএলে গিল কিন্তু গুজরাতের হয়ে বেশ নজর কেড়েছিলেন। ১৩২.৩৩-র স্ট্রাইক রেট ও ৩৪.৫০-র গড়ে গিল মোট ৪৮৩ রান করেছিলেন। ২৩ বছর বয়সি গিল গুজরাতের জার্সি গায়ে চাপিয়েই নিজের কেরিয়ারের সর্বোচ্চ রানের আইপিএল ইনিংসটিও খেলেন বটে। ১৬ ম্যাচে চারটি অর্ধশতরানও ছিল তাঁর ঝুলিতে। যদিও সরকারিভাবে টাইটান্স বা গিলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি, তবে সম্ভবত এখানেই শেষ। নতুন মরসুমে নতুন জার্সি গায়ে আইপিএলের মঞ্চ কাঁপাতে দেখা যাবে গিলকে।
আরও পড়ুন: 'কেকেআরকে নিজের পরিবার মনে করতো শুভমন', তিক্ততার সুর বাবার গলায়