আমদাবাদ: রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংস তাঁর মাঠে থেকে দেখার কথা। যশ দয়ালকে রিঙ্কু শেষ ছক্কাটা মারার পর দৌড়ে গিয়ে জয়ের নায়ককে জড়িয়ে ধরার কথা।


কিন্তু পিঠের নিম্নাংশের চোটের জন্য গোটা আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পিঠের অস্ত্রোপচার করাতে হবে শ্রেয়সের। আইপিএলে খেলবেন না তো বটেই, ওয়ান ডে বিশ্বকাপেও সম্ভবত দেখা যাবে না। তাঁর পরিবর্তে কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন নীতীশ রানা।


তবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহের অবিশ্বাস্য ইনিংস দেখে আবেগে ভাসলেন শ্রেয়স আইয়ার। গুজরাতের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে ভিডিও কল করলেন। মাঠেই কথা বললেন রিঙ্কুর সঙ্গে। পরে কেকেআরের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।


শ্রেয়স বলেন, 'রিঙ্কু ভাই জিন্দাবাদ, রিঙ্কু ভাই জিন্দাবাদ। দুর্দান্ত ইনিংস। স্নায়ুর চাপে পেট গুড়গুড় করছিল। দুর্দান্ত খেলেছো।' শ্রেয়সকে ধন্যবাদ জানান রিঙ্কু। পাশ থেকে নীতীশ রানা জিজ্ঞেস করেন, 'খেলা দেখেছিস? তোকে খুব মিস করছি।' শ্রেয়স বলেন, 'অবশ্যই খেলা দেখছি।' নীতীশ বলেন, 'রিঙ্কু ঠিক করেই নিয়েছে, আগেরবার হয়নি। এবার ম্যাচ না জিতিয়ে মাঠ ছাড়বে না।'


 






তাঁর ইনিংস দেখে এখনও যেন ঘোরের মধ্যে রয়েছে ক্রিকেটবিশ্ব। আইসিসি (ICC) থেকে শুরু করে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) - রিঙ্কু সিংহের (Rinku Singh) নাটকীয় ব্যাটিং দেখে আবেগ গোপন করতে পারছেন না কেউই।


তাণ্ডব দেখে সচিন ট্যুইট করেছেন, 'সরু সুতোয় ঝুলছিল ম্যাচের ভাগ্য। রং পাল্টে গেল শেষ মুহূর্তে। সকলে মনে করেছিলেন রশিদ খানের হ্যাটট্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে যাবে। কিন্তু রিঙ্কুর পাওয়ার হিটিং স্পেশ্যাল। শেষ কয়েক মুহূর্ত উপভোগ করেছি। এই অসাধারণ খেলা আমাদের দেখিয়ে দিয়ে গেল যে, শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছুই শেষ নয়।'


 






রিঙ্কুর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বীরেন্দ্র সহবাগও। বীরু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'লর্ড রিঙ্কু দীর্ঘজীবী হও। রান তাড়া করতে নেমে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা। রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বকালের অন্যতম সেরা শট খেলতে দেখলাম'।


 






২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খানিকটা একইরকম ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। ইংল্যান্ডের বেন স্টোকসের বলে পরপর ৪টি ছক্কা মেরেছিলেন। সেই ইনিংসের সঙ্গে তুলনা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ট্যুইট করেছে, 'রিুঙ্কু সিংহ, কার্লোস ব্র্যাথওয়েট। নামগুলো মনে রাখবেন'।


 






আরও পড়ুন: ঠিক কী চলছিল তাঁর মনে-মাথায় ? নীতীশের প্রশ্নে মুখ খুললেন নায়ক রিঙ্কু