হায়দরাবাদ: ষোড়শ আইপিএল (IPL 2023) আর রুদ্ধশ্বাস শেষ ওভার যেন সমার্থক হয়ে গিয়েছে। শুরুটা হয়েছিল যশ দয়ালের শেষ ওভারে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কার সেই রূপকথার ইনিংস দিয়ে। কখনও শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনিকে আটকে দিয়ে নায়ক হয়েছেন সন্দীপ শর্মা, তো কখনও পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়েছেন সিকন্দর রাজা।


বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের ম্যাচের ফয়সালা হল নাটকীয় শেষ ওভারে। যে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ডেরায় গিয়ে হারাল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হ্যারি ব্রুকের সেঞ্চুরির দহনে দগ্ধ হয়েছিলেন নাইটরা। হায়দরাবাদের ঘরের মাঠে গিয়ে মধুর প্রতিশোধ নিল কেকেআর। ৫ রানে হারিয়ে দিল এইডেন মারক্রামদের। সেই সঙ্গে টুর্নামেন্টে এখনও বেঁচে রইল কেকেআরের প্লে অফে ওঠার স্বপ্ন। 


বল হাতে কেকেআরের জয়ের নায়ক বরুণ চক্রবর্তী। শেষ ওভারে যখন তাঁরক হাতে বল তুলে দিলেন নীতীশ রানা, ম্যাচ জিততে সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যা অনেকে বাঁয়ে হাত কা খেল বলে মনে করেন অনেকে। কিন্তু স্বল্প রানের পুঁজি যে বোলারদেরও তাতিয়ে দিতে পারে, তা দেখিয়ে দিলেন বরুণ। মাত্র ৩ রান খরচ করলেন শেষ ওভারে। তুলে নিলেন একটি উইকেটও। সব মিলিয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট বরুণের।


এই ম্যাচ হারলেই হয়তো প্লে অফের দৌড় থেকে ছিটকে যেত কেকেআর (Kolkata Knight Riders)। হারলে ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকত, তবে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হতো। এই পরিস্থিতিতে এদিন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নেয় কেকেআর। ব্যাট হাতে আরও একবার ভরসা জোগালেন রিঙ্কু সিংহ। কেকেআরের ব্যাটিং লাইন আপে তিনিই সবচেয়ে বেশি রান করেছেন। ৪৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। নীতিশ রানা ৪২ রান করেন। তবে ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হলেন আন্দ্রে রাসেল


সানরাইজার্স বােলারদের মধ্যে সর্বাধিক ২টো করে উইকেট নেন মার্কো জানসেন ও টি নটরাজন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক মারকাণ্ডে, কার্তিক ত্যাগী ও এইডেন মারক্রাম। 


রান তাড়া করতে নেমে লড়াই করলেন এইডেন মারক্রাম। ৪১ রান করেন তিনি। হেনরিক ক্লাসেন ২০ বলে ৩৬ রান করলেও লাভ হয়নি।


আরও পড়ুন: ডায়েরিতে আত্মবিশ্লেষণ করে সফল ঈশান, ছাত্রের ব্যাটিং ঝড়ের রহস্ উন্মোচন করলেন কোচ