হায়দরাবাদ: টুর্নামেন্টে কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের শেষে ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। মাত্র তিনটি ম্যাচ জিতেছে কেকেআর। হারতে হয়েছে ৬টি ম্যাচে। প্লে অফে ওঠার সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচের সবকটি জিততে হবে কেকেআরকে।


যে পাঁচ অগ্নিবাণের প্রথমটি সামলাতে হবে বৃহস্পতিবার। হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs KKR)। যাদের কাছে ঘরের মাঠে হারতে হয়েছিল নাইটদের।


আরও পড়ুন: ডায়েরিতে আত্মবিশ্লেষণ করে সফল ঈশান, ছাত্রের ব্যাটিং ঝড়ের রহস্য উন্মোচন করলেন কোচ


আর সেই ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ এবং জেসন রয়ের মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে চর্চা চলছিল। দুজনকেই খেলানোর সিদ্ধান্ত নিল কেকেআর। টসের পর নাইট অধিনায়ক নীতীশ রানা জানালেন, ডেভিড উইজাকে বাদ দিয়ে তাঁর পরিবর্তে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ফিট হয়ে ওঠা জেসন রয়। সেই সঙ্গে এন জগদিশানকে বাদ দিয়ে খেলানো হচ্ছে বৈভব অরোরাকে।



আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?




কেকেআরের কাছে বাকি পাঁচ ম্যাচই মরণ-বাঁচন। ৫টি ম্যাচ টানা জিতলে আরও ১০ পয়েন্ট যোগ হবে ভাঁড়ারে। সব মিলিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাও বেঁচে থাকবে। হায়দরাবাদ তুলনামূলকভাবে ভাল জায়গায়। বাকি ৬ ম্যাচের সবকটি জিতলে প্লে অফে চলেও যেতে পারেন মারক্রামরা।


কেকেআরের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল দারুণভাবে। প্রথম ৩ ম্যাচের মধ্যে ২ জয়। রিঙ্কু সিংহের মহাকাব্য। নাইটদের ঘোড়া দৌড়চ্ছিল টগবগিয়ে। সেখান থেকে অবশ্য টানা চার হারের ধাক্কায় থমকে গিয়েছে। হায়দরাবাদ আবার শুরুটা করেছিল জঘন্য। তবে পরে তিন জয় পেয়েছে। যার মধ্যে প্রথম জয় ছিল ইডেন গার্ডেন্সে। কেকেআরকে হারিয়েই সঞ্জীবনী পেয়েছিল হায়দরাবাদ। হ্যারি ব্রুক সেই ম্যাচে সেঞ্চুরি করে নাইট বোলিংকে তছনছ করে দিয়েছিলেন। তবে তারপর থেকেই ব্রুক ছন্দহীন। বরং ময়ঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মার ওপেনিং জুটি দাঁড়িয়ে গিয়েছে।


আগের ম্যাচে আহত রয়ের পরিবর্তে নেমে দুরন্ত খেলেছেন গুরবাজ। তাঁকে বাদ দেওয়ার মতো জায়গাতেই নেই কেকেআর। আবার জেসনও দলের টপ অর্ডার ব্যাটিংয়ের চেহারা ফিরিয়ে দিয়েছিলেন। আন্দ্রে রাসেলকে ব্য়াটিং অর্ডারে তুলে আনা হয় কি না, সেটাও দেখার।