কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান (IPL 2023)। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক নিয়ে তাদের ছবি স্পষ্ট করে দিল।
জানিয়ে দেওয়া হল, পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টুর্নামেন্টের শুরুর দিকে নেই। তাঁর পরিবর্তে আসন্ন আইপিএলে কে নাইটদের অধিনায়কত্ব করবেন, জানিয়ে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল।
সোমবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল, শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানা (Nitish Rana) দলকে নেতৃত্ব দেবেন।
পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও, আমদাবাদ টেস্টের সময় যন্ত্রণায় এমন কাবু হয়ে পড়েন যে, ব্যাটই করতে পারেননি শ্রেয়স। তারপরই তাঁকে পাঠানো হয় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। বোর্ডের বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও শ্রেয়সকে একই কথা বলা হয়।
তবে অস্ত্রোপচারের রাস্তায় হাঁটেননি শ্রেয়স। সূত্রের খবর, তিনি আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন। কারণ, অস্ত্রোপচার করা হলে অন্তত পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো তাঁকে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও শ্রেয়সের খেলার কোনও সম্ভাবনা থাকত না। আপাতত তিনি মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন।
সোমবার কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে, শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানা দলকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি বিবৃতিতে লেখা হয়েছে, 'আমরা আশাবাদী যে, ২০২৩ সালের আইপিএলে কোনও না কোনও সময়ে শ্রেয়স মাঠে নামবেন। পাশাপাশি আমরা সৌভাগ্যবান যে, নীতিশ রানা রয়েছে। সাদা বলের ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং ২০১৮ সাল থেকে কেকেআরে রয়েছে। তাই আইপিএলেও বেশ অভিজ্ঞ। আমরা আশাবাদী যে, দারুণ কাজ করবে নীতিশ। আমরা আশায় যে নতুন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অন্যান্য সাপোর্ট স্টাফরা ওঁকে মাঠের বাইরে সবরকম সাহায্য করবেন। মাঠে ভীষণ অভিজ্ঞ ক্রিকেটারেরা ওঁকে সাহায্য করবেন। নতুন ভূমিকার জন্য নীতিশের প্রতি শুভেচ্ছা। পাশাপাশি প্রার্থনা করছি শ্রেয়স দ্রুত সেরে উঠুক'।