Nothing Phone 2: নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে নাথিং ফোন ২- এর নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান দ্রুত নাথিং সংস্থার দ্বিতীয় ফোন ভারতে আসছে। ইতিমধ্যেই দেশে নাথিং ফোন ১, নাথিং ইয়ার ১, নাথিং ইয়ার স্টিক এবং সম্প্রতি নাথিং ইয়ার ২ লঞ্চ হয়েছে। গতবছর জুলাই মাসে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে। এই নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। নাথিং ফোন ২- তে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 


নাথিং ইয়ার ২


নাথিং সংস্থার নতুন ইয়ারবাডস (Nothing Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার ভারতে লঞ্চ করেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর মডেল এবার হাজির হয়েছে ভারতের বাজারে। জানা গিয়েছে, ভারতে নাথিং ইয়ার ২- এর দাম ৯৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ভারতে। ফ্লিপকার্ট, মিন্ত্রার পাশাপাশি বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ২০২১ সালের জুলাই মাসে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল এবং তার দাম ছিল ৫৯৯৯ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি 


স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সাকসেসর মডেল দেশে লঞ্চ হয়েছিল স্ট্যান্ডার্ড ৮ জিবি র‍্যাম নিয়ে। শোনা যাচ্ছে, নতুন করে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৬ জিবি র‍্যাম-সহ। খুব তাড়াতাড়ি এই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে অনুমান। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এবং ফোনের স্টোরেজের পরিমাণ এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে ২৮,৯৯৯ টাকায়। 


আরও পড়ুন- ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ফোন, একবার চার্জ দিলে স্ট্যান্ডবাই থাকবে প্রায় ৩০ দিন