চেন্নাই: বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে ধুন্ধুমার। এলিমিনেটরে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। যে দল হারবে, ছিটকে যাবে ট্রফির দৌড় থেকে। যারা জিতবে, পৌঁছে যাবে কোয়ালিফায়ার টুয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।



তিলক বর্মা ফিট হয়ে উঠেছেন বলেই খবর। আগের ম্যাচে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। তবে প্যাড-ব্যাট নিয়ে ডাগ আউটে অপেক্ষা করছিলেন। প্রথমে ব্যাটিং করলে তিলক সম্ভবত একাদশে খেলবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হতে পারে আকাশ মাধওয়ালকে। প্রথমে ফিল্ডিং করলে শুরুতে খেলতে পারেন আকাশ মাধওয়াল। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় হয়তো তাঁর পরিবর্তে নামানো হবে তিলক বর্মাকে।



বুধবার এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লখনউ। যে ম্যাচে রেকর্ড লখনউয়ের দিকে। এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।


মুখোমুখি কারা


লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স


কোথায় ম্যাচ


চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে


কখন খেলা


টস ৭টায়। ম্যাচ শুরু ৭.৩০-এ।


কোথায় দেখবেন খেলা


স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


আপনার কাছে স্মার্টফোন থাকলে জিও সিনেমায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


 






সূত্র মারফত জানা যাচ্ছে, এলিমিনেটর হবে সেই উইকেটে যেখানে চেন্নাই সুপার কিংস হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৯/৮ স্কোরে আটকে গিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও দীপক চাহার - চেন্নাইয়ের তিন পেসার নিয়েছিলেন ৭ উইকেট। ১৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে।


সেই পিচেই লখনউ বনাম মুম্বই ম্যাচ হওয়ার কথা। অর্থাৎ, মন্থর হতে পারে উইকেট। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটে নাও পৌঁছতে পারে। স্ট্রোক প্লেয়াররা সমস্যায় পড়তে পারেন। খুব বেশি রানের ম্যাচ হবে না বলেই মনে করা হচ্ছে।                      



আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি