কলকাতা: প্রতীক্ষার অবসান হল বুধবার। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বরাবরের মতোই তাতে জেলার দাপট দেখা গিয়েছে (WB Higher Secondary Results 2023। ঢের পিছিয়ে রয়েছে কলকাতা। ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিটে এ বার থাকছে QR Code-ও। স্ক্রুটিনি এবং রিভিও করানোর সুযোগও রয়েছে পড়ুয়াদের (WB HS Results 2023)। 


বুধবার সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ জানায়, আগামী ৩১মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। অনলাইন মাধ্যমেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে।


এ বারে যাবতীয় প্রক্রিয়া সহজতর করে তোলার চেষ্টা দেখা গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তাই পোর্টাল থেকে আবেদন করার সময়ই সেই বাবদ ফি জমা দেওয়া যাবে। তার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে যেমন, তেমনি নেটব্যাঙ্কিং মারফতও ফি জমা করতে পারবেন পড়ুয়ারা। 


এ ছাড়াও, এ বারে উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে QR Code. তা স্ক্যান করে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, ইনস্টিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর এবং গ্রেড দেখা যাবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সুবিধার্থেই এমন ব্যবস্থা বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


আরও পড়ুন: WB HS Results 2023: এক থেকে দশে মোট ৮৭ জন, প্রকাশিত উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা


এ বারে উচ্চমাধ্যমিকের  মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে। 


এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে সিংহভাগই পেলেন মাঝারি নম্বর। এবার উচ্চমাধ্যমিকেও মধ্য মেধার দাপট। 


এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। 
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার।


৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮।


Education Loan Information:

Calculate Education Loan EMI