লখনউ: ম্যাচ (IPL 2023) শুরু হওয়ার আগে এক দর্শক সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, 'আমি ধোনির বিরাট বড় ফ্যান। চাই ধোনি ভাল খেলুক। তবে আমাদের শহরের দল হেরে যাক সেটাও চাই না। সবচেয়ে ভাল হয় ১ পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গেলে।'


সেই সমর্থকের কথা যে এরকম অক্ষরে অক্ষরে ফলে যাবে, হয়তো কেউই ভাবেননি। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (LSG vs CSK) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দুই দলের ভাঁড়ারেই এল এক পয়েন্ট করে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল গুজরাত টাইটান্স। ১০টি করে ম্যাচ খেলে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস, দুই দলেরই পয়েন্ট দাঁড়াল ১১। তবে রান রেটে সামান্য এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৬৩৯। সিএসকে-র নেট রান রেট ০.৩২৯। সেই কারণে লখনউ রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। চেন্নাই রয়েছে তিন নম্বরে।


মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর সতীর্থরা হতাশ হতে পারেন। কারণ, ম্যাচের প্রথমার্ধে সম্পূর্ণ দাপট দেখিয়েছেন সিএসকে বোলাররা। ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। চোটের জন্য এই ম্য়াচ থেকে ছিটকে যান কে এল রাহুল। আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছেন। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখছেন। তবে বৃহস্পতিবার তিনি মুম্বই উড়ে যাবেন। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে তাঁর ঊরুর স্ক্যান হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে শুরু হবে চিকিৎসা। গোটা আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন রাহুল। তাঁর পরিবর্তে বুধবার লখনউকে নেতৃত্ব দেন ক্রুণাল পাণ্ড্য।


টসের আগে বৃষ্টি নামে লখনউতে। যে কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। শুরু থেকেই দাপট দেখান সিএসকে বোলাররা। 



আরও পড়ুন: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন



কাইল মেয়ার্সকে (১৪) ফিরিয়ে লখনউ ইনিংসে প্রথম ধাক্কা দিলেন মঈন আলি। মনন ভোরা (১০) ও ক্রুণাল পাণ্ড্যকে (০) পরপর তুলে নেন মহেশ তিকশানা। রবীন্দ্র জাডেজার বলে বোল্ড হন মার্কাস স্টোইনিস (৬)। ৭ ওভারের শেষে লখনউয়ের স্কোর দাঁড়ায় ৩৪/৪। ১৬ বলে ৯ রান করে ফেরেন কর্ণ শর্মা। ঘাতক ফের মঈন আলি। ১০ ওভারের শেষে লখনউয়ের স্কোর হয় ৪৪/৫।


সেখান থেকে কিছুটা পাল্টা লড়াই করেন আয়ূষ বাদোনি। ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৯.২ ওভারে লখনউয়ের স্কোর যখন ১২৫/৭, ফের বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি।



আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস