কলকাতা: বৃষ্টিতে ভিজে রয়েছে শহরের রাস্তা। মাঝে মাঝে পেট্রোল-ডিজেলের ড্রপ পড়ে রামধনু বৃত্ত। আর এমন সুন্দর দিনেই ঘটে গেল অঘটন শহরে। চলল গুলি ! ভরদুপুরে বজবজে শ্যুটআউটকাণ্ডে (Budge Budge Shootout Case) আক্রান্ত হলেন খোদ সাক্ষীই।


না কোনও বলিউড মুভি নয়, এমনই ঘটনা ঘটেছে বুধবার ভরদুপুরে বজবজে। এদিন দুপুরে আলিপুর কোর্টে সাক্ষী দিয়ে ফেরার পথে আক্রান্ত ১ ব্যক্তি। একটি পুরনো মামলায় সাক্ষী দিতে গিয়েছিলেন শেখ আলতাব উদ্দিন। ট্রেনে বজবজ ফিরে বাইকে ওঠেন আলতাব, তারপরেই হামলা। অভিযোগ, বাইক লক্ষ্য করে গুলি চালায় শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী। গুলি লেগে জখম হন শেখ আলতাব উদ্দিন। এরপরেই এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন শেখ আলতাব উদ্দিন।


অপরদিকে, অভিযুক্ত শোবরাজ গাজির খোঁজ চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে আহত শেখ আলতাব উদ্দিনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা? খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। মালদায় রাতের অন্ধকারে শ্যুটআউটের একটি ঘটনা ঘটেছিল।গুলিবিদ্ধ হয়েছিলেন এক ঠিকাদার শ্রমিক। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল  মালদা জেলার কালিয়াচক থানার (Malda Kaliachak Police Station) দারিয়াপুর এলাকায়। 


ঘটনাটি ঘটেছিল কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। অভিযুক্তের নাম রেজাউল হক বাড়ি কালিয়াচক থানা চাঁদপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরেই শামসুল হকের সঙ্গে অভিযুক্ত যুবক রেজাউল হকের ভিন রাজ্যের শ্রমিক পাঠানো নিয়ে দুই ঠিকাদার শ্রমিকের মধ্যে টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বিবাদ চলছিল। তারপরেই ঘটনা মোড় নেয়। 


আরও পড়ুন, প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


প্রসঙ্গত, এর আগে দিনদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল টিটাগড়েও। টিটাগড়ে (Titagarh) গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর (Miscreants) গুলিতে মৃত্যু হয়। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি করেছিল তৃণমূল (TMC)। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তোলাবাজির বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। শাসকদলকে কটাক্ষ করে বিজেপি (BJP)। পুলিশ (Police) সূত্রে খবর, ঘটনায় উঠে আসে সানি বলে একজনের নাম।