আমদাবাদ: আইপিএলে (IPL) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) হাত ধরেই চার চারটি খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার, ২৮ মে ফাইনালে (IPL Final 2023) পঞ্চম আইপিএল ট্রফি জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বকালীন খেতাব জয়ের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি ধোনির নেতৃত্বাধীন সিএসকের সামনে। এই ম্যাচটি ধোনির শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলে, বিভিন্ন মহলে জল্পনা চলছে। তিনি পরের মরসুম থেকে আর আইপিএল খেলেন কি না, সেটা সময়ই বলবে। তবে রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামলেই এক অনন্য রেকর্ড গড়ে ফেলবেন মাহি।


রেকর্ডের হাতছানি


তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। নিজের মাইলফলক ম্যাচকে থালা চিরস্মরণীয় করে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। আইপিএলের ১৬টি মরসুমেই খেলা গুটিকয়েক খেলোয়াড়ের অন্যতম হলেন ধোনি। সিএসকে অধিনায়ক এখনও পর্যন্ত ২৪৯টি আইপিএল ম্যাচে খেলে ফেলেছেন। আইপিএল কেরিয়ারে ৩৯.০৯ গড়ে ৫০৮২ রান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। স্ট্রাইক রেট ১৩৫.৯৬। আইপিএল কেরিয়ারে অপরাজিত ৮৪ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ। ২৪টি আইপিএল অর্ধশতরানও করেছেন তিনি। রয়েছে একমাত্র কিপার হিসাবে দু'শোর অধিক উইকেট নেওয়ার (কিপার হিসাবে) কৃতিত্ব। সব ঠিকঠাক থাকলে নিজের বর্ণময় কেরিয়ারে রবিবার দিনই আরও একটি নতুন পালক জুড়বেন মাহি।


ধোনিকে শুভেচ্ছা


গোটা বিশ্বজুড়েই মাহির অনুরাগীর কমতি নেই। আর সিএসকে সমর্থকদের জন্য তিনি হলেন তাঁদের প্রিয় 'থালা', তামিল ভাষায় যার অর্থ বড় ভাই। ফাইনাল ম্যাচের আগে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিএসকের অনুরাগীরা। এরই মধ্যে ধোনিকে শুভেচ্ছায় ভাসালেন সিএসকে সমর্থকরা।


সিএসকের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে বিভিন্ন সমর্থকরা ফাইনাল ম্যাচের আগে নিজেদের শুভেচ্ছাবার্তা পাঠান। সেখানে এক সমর্থককে বলতে শোনা যায়, 'আমি বিগত ১০ বছর ধরে আইপিএলে কাজ করছি। ধোনিকে কাছ থেকে দেখতে পাব বলেই এখানে আমি কাজ করা শুরু করেছিলাম। লোকজন বলছে এটাই ওঁর শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে। আমি এটার সত্যি, মিথ্যা জানি না। তবে এটুকু নিশ্চিত যে ভবিষ্যতে সিএসকেকে যারাই নেতৃত্ব দিন না কেন, কেউই ধোনির সমতুল্য হতে পারবেন না। ওঁকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি।'


 



 


আরেক সমর্থক বলেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, ওঁ সবসময় মাথা ঠাণ্ডা রাখে। থালা তো একজনই হয়।' ভিডিও শেষে এক খুদে অনুরাগীকে বলতে শোনা যায়, 'ওঁর খেলা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি এমএস ধোনিকে ভীষণ ভালবাসি'। ফাইনাল ম্যাচের আগে যে ধোনি-আবেগে ভাসছেন সিএসকে সমর্থকরা, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?