হায়দরাবাদ: আজ আইপিএলে (IPL 2023) এ মরসুমের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs RR) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে খেলা শুরুর আগে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সেলিম দুরানির (Salim Durani) উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ভারতীয় প্রাক্তনী ৮৮ বছর বয়সে আজই নিজের বাসভবনে দেহত্যাগ করেন। 


নীরবতা পালন


সাম্প্রতিক সময়ে তিনি গুজরাতের জামনগরে ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গেই থাকতেন। এ বছরে জানুয়ারিতে নিজের বাড়িতেই পড়ে যান দুরানি। উরুর হাঁড় ভাঙে তাঁর। জামনগরেই তাঁর অস্ত্রোপ্রচারও করা হয়। শোনা গিয়েছিল যে দুরানির ভাইপোই আপাতত তাঁর পাশে থেকে তাঁর সেবা করছেন। এবার জীবনের ময়দানে হার মানতেই হল দুরানিকে। তাঁকে সম্মান জানাতেই ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, আম্পায়ারসহ গোটা স্টেডিয়াম এক মিনিটের নীরবতা পালন করে। এর পাশাপাশি খেলোয়াড় এবং আম্পায়াররা কাল আর্মব্যান্ড ও পরেন। ভারতের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে ২৫.০৪ গড়ে ১২০২ রান করার পাশাপাশি ৭৫টি উইকেট নিয়েছিলেন দুরানি। তাঁর দখলে একটি শতরান করার পাশাপাশি তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।


রাজস্থানের ঝোড়ো ব্যাটিং


ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। কিন্তু তাঁর সিদ্ধান্ত কতটা ঠিক ছিল, প্রথম ইনিংস শেষে সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ব্য়াটিংয়ের আমন্ত্রণ পাওয়ার পর রাজস্থানের ব্য়াটারদের দুরন্ত ব্যাটিং। প্রথম ৬ ওভারে ৮৭ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। অর্ধশতরান হাঁকান রাজস্থানের তিন ব্য়াটার জস বাটলার, যশস্বী জয়সবাল ও অধিনায়ক সঞ্জু স্য়ামসন।



এদিন ব্য়াট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্য়াটিং করতে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও জয়সবাল। বিশেষ করে বাটলারকে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা যায়। মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। যদিও ৫৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান ইংল্য়ান্ড ব্য়াটার। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৫ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। বাটলার ফিরে যাওয়ার পর জয়সবালও অর্ধশতরান পূরণ করেন। তিনি ৩৪ বলে এই মাইলফলকে পৌঁছন।


মাত্র ২২ বলে ৫০ রান বাের্ড তুলে নিয়েছিল রাজস্থান। এই নিয়ে ৩ বার পাওয়ার প্লে-তেই অর্ধশতরান পূরণ করলেন বাটলার। ২০২১ সালে সিএসকের বিরুদ্ধে আবু ধাবিতে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৮১ রান বোর্ডে তুলেছিল রাজস্থান। সেটিই ছিল এতদিন পাওয়ার প্লে-তে সর্বাধিক রান রাজস্থানের। এবার স্যামসনরা নিজেদের রেকর্ড নিজেরাই ছাপিয়ে গেলেন। প্রথম ইনিংস শেষে  পাঁচ উইকেটের বিনিময়ে ২০৩ রান করে পঞ্জাব। 


৫৪ রান করে যশস্বী ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তিনি ৩২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে স্য়ামসন ৪টি ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে নেমে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। সানরাইজার্সের হয়ে ফজলহক ফারুখি ও টি নটরাজন দুইটি করে উইকেট নেন। অধিনায়ক ভুবি অবশ্য উইকেট পাননি।