আমদাবাদ: না, কোনওভাবেই শুরু করা সম্ভব হল না। বৃষ্টিই কাল হল। রবিবার আইপিএল ফাইনালের দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হল না। এদিন গড়াল না এক বলও। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর এদিনের খেলা পিছিয়ে দেওয়া হল সোমবার। আগামীকাল সন্ধে ৭.৩০ থেকেই শুরু হবে খেলা। যদি বৃষ্টি না হয়, তবে আগামীকাল এই ফাইনাল ম্য়াচ হবে।


আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। বিশেষ করে আমদাবাদে বিগত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল বেশ ভালই। তাই আরও সেই সম্ভাবনাই জোরালো হচ্ছিল। কিন্তু তবুও এদিন আশা করা গিয়েছিল যে ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। আর তার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে। কিন্তু বৃষ্টি সময় যত বাড়ে ততই বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হত। কিন্তু মাঠের পরিস্থিতি এতটাই খেলার অনুপযুক্ত গিয়েছিল যে আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ আগামীকাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই সহমত পোষণ করেন। কারণ গ্রাউন্ডসম্য়ানদের পক্ষেও এক ঘণ্টার মধ্য়ে মাঠ ম্য়াচ আয়োজনের অনুকূল করা সম্ভব হত না। তাই সোমবারই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


আমদাবাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি সোমবারও ম্যাচ আয়োজন করা কোনওভাবেই সম্ভব না হয়, তবে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা হবে। লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছিল হার্দিকের দল। তাই খেতাবও তাদেরই জুটবে।


ধোনি এরপর আর আইপিএলে খেলতে নামবেন কি না, সেটা সময়ই বলবে। তবে ফাইনালই আরেক সিএসকে তারকা আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) এই টুর্নামেন্টে শেষ ম্যাচ হতে চলেছে।


ফাইনালে মাঠে নামার আগে সিএসকের অভিজ্ঞ ব্যাটার নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা সকলকে জানান। তিনি লেখেন, 'সিএসকে এবং এমআই, দুই দারুণ দলের হয়ে ২০৪টি ম্যাচ, ১৪ মরসুম, ১১টি প্লে-অফ, ৮টি ফাইনাল খেলে পাঁচবার খেতাব জিতেছি। আশা করছি আজ রাতে ছয় নম্বরটা জিতব। এই গোটা সফরটাই দারুণ কেটেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই ফাইনালটাই আমার আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ হবে। এই দুর্ধাষ টুর্নামেন্ট খেলাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করেছি। সকলকে অনেক ধন্যবাদ। পিছিয়ে আসব না।'