চেন্নাই : চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ইনিংসের শেষ ওভার। চিদম্বরম স্টেডিয়ামে যেন মোবাইল আলোর রোশনাই। ক্রিজে এলেন 'থালা'। ক্রিজে থাকলেন মাত্র ৩ বল। আর তার মাঝেই শিরোনামে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এবারের আইপিএলের মঞ্চে পার্পল ক্যাপ তথা সর্বোচ্চ উইকেট শিকারি মার্ক উডকে (Mark Wood) হাঁকালেন জোড়া ছক্কা। আর তার জেরেই আইপিএলের মঞ্চে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। 


চেন্নাই ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে নেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadega) । দ্বিতীয় বলে ক্রিজে আসেন ধোনি। মোবাইলের ফ্ল্যাশলাইটের ঝলকানি শুরু হয়ে গিয়েছিল তখনই। আর কিছুক্ষণের মধ্যে যেন শব্দব্রহ্ম তুলতে শুরু করল চিপক। ব্রিটিশ পেসারে প্রথম বলই আপার কাটে বাউন্ডারির বাইরে ফেললেন মাহি। চেন্নাইয়ের স্কোর ততক্ষণে পেরিয়ে গিয়েছে ২০০-র গণ্ডি। শেষ ওভারের তৃতীয় বল। পাঞ্চ সুলভ শটে এবার লেগ সাইডের বাউন্ডারি বাইরে উড়ে গেল ধোনির শট। উডকে পরপর দু'বলে দুটো ছক্কা হাঁকানোর পর তখন চেন্নাইয়ের ঘরের মাঠে কার্যত কান পাতা দায়। দ্বিতীয় ছক্কার সুবাদে আইপিএল কেরিয়ারে ৫০০৪ রান করে ফেলেন ধোনি। ৫ হাজার রানের গণ্ডি ডিঙিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি পৌঁছে গেলেন ৭ নম্বরে। শেষ ওভারের চতুর্থ বলে ধোনি ফের ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেও চেন্নাই ততক্ষণে ঝোড়ো ধোনি-ধামাকায় মুগ্ধ।


শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোর খাড়া করে চেন্নাই সুপার কিংস। গুজরাট ম্যাচের পর ফের এদিন অর্ধশতরান হাঁকিয়ে সিএসকে শিবিরকে ঝোড়ো শুরু দেন রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ। তাঁর ওপেনিং সঙ্গী কনওয়েও (২৯ বলে ৪৭ রান) দুরন্ত সঙ্গত দেন। ওপেনিং জুটিতে ঝোড়ো ১০০ রানের বেশি পার্টনারশিপ জোড়েন তাঁরা। রুতুরাজকে ফিরিয়ে চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন বিষ্ণোই (৩ /২৮)। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে যার কিছুটা পরই কনওয়েকে সাজঘরের পথ ধরান ক্রুণাল পাণ্ড্য।






দুই ওপেনার ফিরে গেলেও তাঁদের তৈরি করে দেওয়া ভীতের ওপর রানের গতি আরও বাড়াতে থাকেন চেন্নাইয়ের ব্যাটাররা। শিবম দুবে (১৬ বলে ২৭ রান) ও মইন আলি (১৩ বলে ১৯ রান) রান তোলার ধারা বজায় রেখেছিলেন। যদিও প্রথম ম্যাচের পরে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকস (৮)। রবীন্দ্র জাদেজাও (৩) এদিন ব্যর্থ হন। যদিও আম্বাতি রায়াডুর ঝোড়ো ব্যাটিং ও শেষলগ্নে ধোনি-ধামাকায় ২০০ রানের গণ্ডি টপকে যায় সিএসকে। 


আরও পড়ুন- গোটা আইপিএলেই থেকে নাম তুলে নিচ্ছেন শাকিব ? ধাক্কা কেকেআর শিবিরে