SBI Recruitment: কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। একাধিক পদে নিয়োগ (Recruitment) করা হবে। ১০৩১টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩ অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, পয়লা এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 


কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে



  • চ্যানেল ম্যানেজার সুপারভাইজার

  • চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর

  • সাপোর্ট অফিসার


বেতন কত হতে পারে


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা নিযুক্ত হবেন, বেশ ভাল বেতন হতে চলেছে তাঁদের। বিভিন্ন পদ অনুসারে দেখে নেওয়া যাক বেতন। 



  • চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-Anytime Channels(CMF-AC)- ৩৬ হাজার টাকা।

  • চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-Anytime Channels(CMS-AC)- ৪১ হাজার টাকা।

  • সুপার অফিসার Anytime Channels (SO-AC)- ৪১ হাজার টাকা। 


Jobs In Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ। চুক্তিভিত্তিক জিইএম ও ই-টেন্ডারিংয়ের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাত্র ২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অনার্স স্নাতক/বিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স)/বিএসসি যোগ্যতা-সহ ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। ই-টেন্ডার, জেম পোর্টাল, এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই ক্ষেত্রে DOEACC '0' লেভেল উত্তীর্ণ প্রার্থী এই চাকরির ক্ষেত্রে গুরুত্ব পাবেন।


Kolkata Municipal Corporation Jobs: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (KMC) স্বাস্থ্য বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নেবে কর্তৃপক্ষ। ANM ও  GNM ডিগ্রিধারীদের জন্য এটি একটি বড় সুযোগ। মনে রাখবেন, চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। এই নিয়োগ পদ্ধতি ৩১ মার্চ শুরু হয়েছে এবং চলবে 08.04.2023 তারিখ পর্যন্ত। এই চাকরির জন্য  বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ৩০ টি শূন্যপদে হবে চাকরি। প্রার্থীরা মাসিক পারিশ্রমিক হিসেবে ১৩,০০০ টাকা পাবেন। প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনও ইনস্টিটিউট থেকে ANM বা GNM উত্তীর্ণ হতে হবে। এই কাজে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন পেতে হবে চাকরিপ্রার্থীকে। 


Infosys: রাজ্যে চাকরি ক্ষেত্রে এবার বড় সুখবর। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইনফোসিস বলেছে যে তারা শীঘ্রই কলকাতায় আসতে চলেছে। ফলে এর ফলে রাজ্যে কর্মসংস্থান বাড়তে পারে বলেই মত। 


আরও পড়ুন- কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ৪০ হাজার বেতন


Education Loan Information:

Calculate Education Loan EMI