চেন্নাই: রাজস্থানের বিরুদ্ধে আজ মাঠে নামলেই এক নতুন রেকর্ড গড়বেন মহেন্দ্র সিংহ ধোনি। এখনও পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে মোট ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামলে প্রথম কোনও অধিনায়ক হিসেবে আইপিএলে কোনও দলকে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন ক্যাপ্টেন কুল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি মোট ২১৩ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও ঈর্ষণীয়। তা প্রায় ৫৮.৯৬ শতাংশ। মোট ৮৭ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন কুল। 


ধোনির এই বিশেষ মাইলস্টোন নিয়ে রবীন্দ্র জাডেজা বলেন, ''ওনাকে নিয়ে কীই বা বলব। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি ক্রিকেটার। প্রচুর স্মরণীয় ম্যাচ একার হাতে জিতিয়েছেন। আমি আশা করব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জয় পাবে সিএসকে। ধোনির সিএসকের অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচ খেলার দিনে সবচেয়ে বড় উপহার সেটাই হবে হয়ত।'' 


এদিকে আইপিএলের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূরণ করেছেন ধোনি। তালিকায় প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের আগে রয়েছেন বিরাট কোহলি, শিখর ধবন, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না ও এবি ডিভিলিয়ার্স। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলার সময়ই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধোনি। 


মহেন্দ্র সিংহ ধোনি বনাম সঞ্জু স্যামসন দ্বৈরথ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। সেই ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছিল তাদের। তবে পরের ২টো ম্যাচেই টানা জয় ছিনিয়ে নেয় তারা। লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় সিএসকে শিবির। অন্যদিকে রাজস্থান তাদের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে ফের জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।


ধোনির জার্সি পরে গ্যালারিতে শ্রীকান্ত


ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও সিএসকে। সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি পরে। কিদাম্বি ব্যাডমিন্টন খেলার ফাঁকে সময় পেলেই ক্রিকেট দেখেন। এবং তিনি ক্যাপ্টেন কুলের অন্ধ ভক্ত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে-র হলুদ জার্সি পরে ম্যাচ দেখলেন। ধোনির জার্সি পরে তাঁর খেলা দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে। ক্যাপশনে লেখা হয়, 'ওয়াংখেড়ে স্টেডিয়ামে একজন চ্যাম্পিয়ন সুপারফ্যানকে দেখা গিয়েছে। হুইসল পোডু'।