চেন্নাই: বুধবার (২৪ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতে আইপিএলের (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুম্বই এদিন ম্যাচে আকাশ মাধওয়ালের (Akash Madhwal) এক স্বপ্নের স্পেলেই লখনউ ব্যাটিং লাইন আপকে মাত্র ১০১ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়। ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় পলটনরা। এই ম্যাচ নিজের দুরন্ত বোলিংয়ে একাধিক রেকর্ডও নিজের নামে করে ফেললেন আকাশ।
একাধিক রেকর্ডের মালিক
আকাশ লখনউয়ের বিরুদ্ধে ৩.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র পাঁচ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন। ২৯ বছর বয়সি মাধওয়ালই আইপিএলের ইতিহাসে প্রথম বোলার যিনি টুর্নামেন্টের প্লে-অফের কোনও ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। এর আগে দশজন বোলার আইপিএলের প্লে-অফে চার উইকেট নিলেও, এতদিন কেউই কিন্তু পাঁচটি উইকেট নিতে পারেননি। মাধওয়ালই লখনউয়ের বিরুদ্ধে বুধবারের (২৪ মে) ম্যাচে নতুন ইতিহাস লিখলেন।
আজ থেকে ১৪ বছর আগে কিংবদন্তি ভারতীয় বোলার অনিল কুম্বলে ২০০৯ সালে আরসিবির হয়ে রাজস্থানের বিরুদ্ধে পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। সেটাই আইপিএলে কোনও ভারতীয়র এক ম্যাচে সেরা বোলিং। মাধওয়াল নিজের স্বপ্নের স্পেলে কুম্বলের সেই কৃতিত্বে ভাগ বসালেন। পাশাপাশি আইপিএলে কোনও ভারতীয় 'আনক্যাপড' বোলারেরও এটা সেরা স্পেল। মাধওয়াল এক্ষেত্রে অঙ্কিত রাজপুতের রেকর্ড ভাঙলেন। রাজপুত ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিন সেটাই 'আনক্যাপড' ভারতীয় বোলারের সেরা বোলিং পারফরম্যান্স ছিল। এবার সেই রেকর্ডও নিজের নামে করে ফেললেন মাধওয়াল।
দ্রুত রপ্ত করার দক্ষতা
পেশায় ক্রিকেটার হলেও, মাধওয়াল কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছেন। অনবদ্য স্পেলের পর মুম্বই তারকা মজা করে দাবি করেন যে ইঞ্জিনিয়ার যে কোনও বিষয়েই খুব তাড়াতাড়ি রপ্ত করতে পটু এবং তাঁর ক্ষেত্রেও এমটাই হয়েছে। 'আমি সুযোগের অপেক্ষায় ছিলাম এবং মন দিয়ে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছি, তবে ক্রিকেট আমার প্যাশন, তাই যখনই সুযোগ পেতাম টেনিস বলেও ক্রিকেটটা খেলতাম। ইঞ্জিনিয়াররা কিন্তু সব জিনিসই দ্রুত রপ্ত করতে পারে। আমি যেমন অনুশীলন করেছি, ম্যাচেও সেই পরিকল্পনামাফিকই বোলিং করেছি। নিজের পারফরম্যান্সে গর্বিত। তবে পরের ম্যাচে আরও ভাল করার চেষ্টা করব।' বলেন মুম্বই তারকা।
আরও পড়ুন: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO