মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের অন্যতম বড় ভরসা হলেন দলের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার (Jofra Archer)। চোটের কারণে যশপ্রীত বুমরা নেই, সেই কারণেই আর্চারের কাঁধে এ মরসুমে দায়িত্ব অনেকটাই বেশি। তবে খবর অনুযায়ী দুর্ভাগ্যবশত কেকেআরের বিরুদ্ধে (MI vs KKR) খেলতে পারবেন না জোফ্রা। 


আর্চারের খেলা নিয়ে সংশয়


টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিলেন আর্চার। কিন্তু চোটের কারণে বিগত দুই ম্যাচে পল্টনদের হয়ে মাঠে নামতে পারেননি ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার। কেকেআরের বিরুদ্ধেও তাঁর মাঠে নামা হচ্ছে না। আর্চারের কনুইয়ের চোট পুনরায় চাগাড় দিয়ে উঠেছে। সেই কারণেই তিনি গত ম্যাচ দুইটিতে খেলতে পারেননি। এই ম্যাচেও সেই কারণেই সম্ভবত তিনি মাঠে নামতে পারবেন না। আর্চারের চোটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে টিম ডেভিড জানান, 'বর্তমানে দলের মেডিক্যাল স্টাফ জোফ্রার চোটের সারানোর চেষ্টা করছেন। আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না। ওঁরা যখন ওঁকে খেলার জন্য ফিট মনে করবে, তখনই ওঁ মাঠে নেমে পড়বে।'


ফিট রাসেল


ঘুরে দাঁড়ানোর লড়াই। ইজ্জতের লড়াই। লড়াই ক্লান্তির বিরুদ্ধেও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধের পাশাপাশি মাঠের বাইরের তিন দ্বৈরথও অপেক্ষা করে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ঘুরে দাঁড়ানোর লড়াই কারণ, টানা ২ ম্যাচ জেতার পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে নাইটদের (KKR)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। যে দলের সেরা তারকার নাম কোচ ব্রায়ান লারা, সেই অনভিজ্ঞ হায়দরাবাদই ইডেন গার্ডেন্সে কেকেআরের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ কেকেআরের।


তবে মাঠের বাইরের তিন কাঁটার মধ্যে কেকেআরের সবচেয়ে বড় স্বস্তি, আন্দ্রে রাসেলের ফিট হয়ে যাওয়া। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের মাঝখানে চোটের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। পরে কেকেআর শিবির থেকে বলা হয়, পেশির টান রয়েছে রাসেলের। শনিবার কেকেআর শিবির থেকে জানানো হল, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের জন্য পেশির টান ধরেছিল রাসেলের। তবে ক্যারিবিয়ান তারকা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। মুম্বইয়ে দলের সঙ্গেই রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেনও।


নাইটদের স্বস্তি দেবে মুম্বইয়ের ফর্মও। প্রথম দুই ম্যাচ হারার পর আগের ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে মুম্বই। অন্যদিকে, কেকেআর ৪ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। আগের ম্যাচে হারলেও, ২২৯ তাড়া করতে নেমে দুশোর ওপর রান করেছিল। অন্যদিকে, মুম্বইয়ের উদ্বেগ চোট-আঘাত। দলের সেরা বোলার যশপ্রীত বুমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। জোফ্রা আর্চার কনুইয়ের সমস্যায় কাবু। তিনি খেলতে না পারলে রাইলি মেরিডিথ সুযোগ পাবেন।


আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি জানাতে বিশেষ উদ্যোগ মুম্বই ইন্ডিয়ান্সের