সন্দীপ সরকার, কলকাতা: আর মাত্র সপ্তাহ খানেকের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। সংক্ষেপে, আইপিএল।


আইপিএলের এবার ষোলোতম সংস্করণ। আগের ১৫টি আইপিএলে ব্যাট-বলের রোমহর্ষক লড়াই ক্রিকেটপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করেছে। শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা অপেক্ষায় থাকেন, কবে শুরু হবে আইপিএল। আর সকলে মিলে মেতে উঠবেন বাইশ গজের রুদ্ধশ্বাস যুদ্ধ নিয়ে। এবারের আইপিএলের প্রথম ম্যাচ কবে, কারা ফেভারিট, কলকাতা নাইট রাইডার্স (KKR) কবে মাঠে নামছে, নিয়মে কি কোনও বদল হচ্ছে? জেনে নিন আইপিএলের সাত-সতেরো।


এবারের আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস (GT) ও চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের বরাবরের নিয়ম হল, গতবারের চ্যাম্পিয়ন দল, অর্থাৎ যাদের সামনে খেতাব রক্ষা করার লড়াই, তারাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলে। এবং সেটাও নিজেদের ঘরের মাঠে। গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত জায়ান্টস। প্রথমবার টুর্নামেন্টে নেমেই বাজিমাত করেছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল। আমদাবাদের নবনির্মিত স্টেডিয়ামে ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছিল গুজরাত। প্রথামাফিক এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে গুজরাত। এবং সেটাও পয়া আমদাবাদেই।


টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইটদের প্রথম ম্যাচ মোহালিতে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যে ম্যাচকে বরাবর বীর-জারার লড়াই বলা হয়। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। আর পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। বীর-জারা সিনেমায় যাঁদের রসায়ন মুগ্ধ করেছিল, এবারের আইপিএলে একে অপরের বিরুদ্ধে খেলে অভিযান শুরু করছে তাঁদের দল।


ইডেন গার্ডেন্সে প্রথম কবে?


এই প্রশ্নের উত্তর জানতে নিশ্চয়ই মুখিয়ে রয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।


করোনার অভিশাপ কাটিয়ে প্রায় তিন বছর পর আইপিএলে ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। যে ফর্ম্যাটে প্রত্যেক দল নিজেদের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের ডেরায় গিয়েও খেলবে। কেকেআর তাদের অভিযান শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাদের প্রথম ম্যাচ ৬ এপ্রিল, বৃহস্পতিবার। প্রতিপক্ষ, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির বিরুদ্ধে খেলে ফের অ্যাওয়ে ম্যাচের জন্য আমদাবাদ পাড়ি দেবেন নাইটরা। ইডেনে কেকেআরের বাকি ম্যাচগুলি হল – ১৪ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ২৩ এপ্রিল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ২৯ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স, ৮ মে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, ১১ মে, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ও ২০ মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।



এবারের আইপিএলে ১০ দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত জায়ান্টস। নিয়ম অনুযায়ী, কোনও দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে একবার করে ও অন্য গ্রুপের ৫ দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্টস টেবিলের প্রথম চার দল উঠবে প্লে অফে। ফাইনাল হবে ২৮ মে।


আইপিএল খেলা হবে ১২টি মাঠে। রয়েছে ১৮টি ডাবল হেডার। অর্থাৎ, ১৮ দিন দুটি করে ম্যাচ রয়েছে। প্লে অফ ও ফাইনাল-সহ মোট ৭৪টি ম্যাচ হবে।



নিয়মের দিক থেকে থাকছে অভিনবত্ব। আসন্ন আইপিএলে থাকবে ইমপ্যাক্ট প্লেয়ার। অর্থাৎ এমন একজন প্লেয়ার, যাঁকে পরিবর্ত হিসাবে ব্যবহার করে বাজিমাত করতে পারবেন অধিনায়ক। প্রত্যেক ম্যাচের টসের সময় প্রথম এগারোর পাশাপাশি চারজন করে ক্রিকেটারের নাম সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে জমা দিতে হবে। যে কোনও ইনিংসের ১৪তম ওভারের মধ্যে প্রথম একাদশের কাউকে তুলে নিয়ে পরিবর্ত হিসাবে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে। সেই ক্রিকেটারকে দিয়ে ৪ ওভার বোলিং করানো যাবে।


আইপিএলে ৯ বছর মুকুট-হীন কেকেআর। এবার কি নাইট শিবিরে ট্রফি-খরা কাটবে? কোনওদিন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি বিরাট কোহলি, তাঁর অপেক্ষার অবসান হবে? ফের বুড়ো হাড়ে ভেল্কি দেখাবেন মহেন্দ্র সিংহ ধোনি? আইপিএলের হাঁড়ির খবর, দশ দলের শক্তি-দুর্বলতা সহ সমস্ত চুলচেরা বিশ্লেষণ নিয়ে নিয়মিতভাবে হাজির হব আমরা। এবিপি লাইভে থাকুন। আইপিএলে থাকুন।


আরও পড়ুন: Exclusive: প্র্যাক্টিসে হাজির নতুন বিস্ময় স্পিনার, প্রতিপক্ষদের হুঁশিয়ারি কেকেআরের