মুম্বই: নীতিশ রানাকে (Nitish Rana) এমনভাবে কখনও দেখা গিয়েছে কি না মনে পড়ে না। তবে মুম্বইয়ের (KKR vs MI) বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর একেবারে অন্য মেজাজে দেখা গেল কেকেআর অধিনায়ককে। ব্যাট-বলের লড়াইয়ের বদলে ২২ গজেই মুম্বইয়ের বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন রানা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ক্লিপিংস। 


ঠিক কী হয়েছিল?


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মার পরিবর্তে এই ম্যাচে মুম্বইয়ের নেতৃত্বভার সামলানো সূর্যকুমার যাদব। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন নারায়ণ জগদীশান। গুরবাজ আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন কেকেআর অধিনায়ক রানা। আগের ম্যাচে অর্ধশতরান হাঁকালেও এদিন সেভাবে ছন্দে ছিলেন না প্রথম থেকেই। ১০ বলে ৫ রানের মাথায় হৃত্বিক শকিনের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। ক্রিজ ছেড়ে বেরনোর সময় মুম্বইয়ের অফস্পিনার কিছু একটা বলেন রানাকে। ঠিক সেই মুহূর্তেই এগিয়ে এসে রানাও কিছু বলা শুরু করেন। দু-চার কথা কাটাকাটিও হয় তাঁদের মধ্যে। তবে তৎক্ষনাৎ দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব ও পীযূশ চাওলা। 


 






আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই নজর কেড়ে নিলেন বাঁহাতি পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।


ম্যাচ শুরুর আগে কিছুটা ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে আসছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা কোথায়? টসের পর সূর্য জানালেন, পেটের সমস্যায় ভুগছেন রোহিত। যে কারণে তিনি এই ম্যাচের প্রথম একাদশে নেই। পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। কেকেআর ম্যাচ তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। কারণ, ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। তার ওপর নেতৃত্বের চাপ তিনি কীভাবে সামলান, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। রোহিতকে অবশ্য একেবারে বাইরে রাখেনি মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রথমে ফিল্ডিং করছে মুম্বই। রান তাড়া করার সময় প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর চেষ্টা করছে মুম্বই। যদিও টিম লিস্ট সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত একজনকে নিয়েই।