হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ১৭১ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর শুরুটা ভাল করলেও, প্রথমে হেনরিক ক্লাসেন ও এইডেন মারক্রামের ৭০ রানের পার্টনারশিপ ও পরের দিকে আব্দুল সামাদের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের দিকে তড়তড়িয়ে এগচ্ছিল সানরাইজার্স। শেষ ওভারে সামাদদের জয়ের জন্য় মাত্র নয় রানের প্রয়োজন ছিল। টি-টোয়েন্টিতে যা একেবারেই কঠিন কিছু নয়। কিন্তু ওভারে মাত্র তিন রান খরচ করে কেকেআরকে পাঁচ রানে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিততে সাহায্য করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
শেষ ওভারে বল করানোর জন্য নীতীশ রানের (Nitish Rana) কাছে কিন্তু বিকল্পের অভাব ছিল না। ম্যাচে দুই উইকেট নেওয়া বৈভব আরোরা, অভিজ্ঞ শার্দুল ঠাকুর, ডেথ ওভার বিশেষজ্ঞ আন্দ্রে রাসেল, সকলেরই ওভার বাকি ছিল। কিন্তু নীতীশ বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন। স্পিনারদের সাধারণত শেষ ওভার করতে দেখা যায় না, তার উপর নীতীশের হাতে বিকল্পও ছিল। তাও কেন বরুণকেই বল করতে ডাকলেন নীতীশ? ম্যাচ শেষে নিজের এই সিদ্ধান্তের বিষয়ে খোলসা করেন কেকেআর অধিনায়ক।
শেষ ওভারে কেন বরুণ?
তিনি বলেন, 'ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমদের আর ম্যাচ জেতার আর আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। আমি সবসময় ম্যাচে আমার কোন স্পিনার সেরা বল করছে সেই দেখেই সিদ্ধান্ত নিই। আজ বরুণ ভাল করেছিল।'
নাইট তারকার দুরন্ত প্রত্যাবর্তন
বরুণ চক্রবর্তী এদিন মাত্র একটি উইকেট নিলেও, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে তিনি সেট আব্দুল সামাদকে ফেরান। সামাদ টিকে থাকলে কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত। তিনি ম্যাচে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করলেও, দারুণভাবে ফিরে শেষ তিন ওভারে মাত্র আট রান খরচ করেন। তাঁর সুবাদেই সানরাইজার্সের থেকে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় কেকেআর।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে