চেন্নাই: আইপিএলে (IPL 2023) আজ প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স (CSK vs GT)। সেই ম্যাচেই এক অবাক করে দেওয়া ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। ইনিংসের প্রথম ওভারে মহম্মদ শামির প্রতিটি ডট বলে স্কোরকার্ডে গাছের ছবি দেখতে পান অনেকেই। হঠাৎ ডট বলে গাছের প্রতীক দেখে অনেকেই অবাক হয়ে যান। তবে এর পিছনে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক মহৎ উদ্যোগ। 


ভারতীয় বোর্ডের মহৎ উদ্যোগ


ভারতীর ক্রিকেট বোর্ডের তরফে আইপিএলের প্লে-অফের ম্যাচগুলি চলাকালীন প্রতিটি ডট বলের পরিবর্তে ৫০০টি বৃক্ষরোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগেভাগে ভারতীয় বোর্ড বা আইপিএলের তরফে কোনও নোটিস দেওয়া না হলেও, পরবর্তীতে ধারাভাষ্যকাররা জানান বিসিসিআইয়ের এই উদ্যোগের কথা জানান। সেইজন্যই ব্রডকাস্টাররা ডট বলের পরিবর্তে গাছের ছবি দেখানোর সিদ্ধান্ত নেন।


 






প্রথম ইনিংসের বিবরণ


গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে বেশ লড়াকু রান তুলল। ম্যাচে ব্যাট হাতে ফের একবার জ্বলে উঠলেন সিএসকের দুই তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং ডেভন কনওয়ে। মূলত এই দুই তারকার ব্যাটে ভর করেই লড়াইয়ের রসদ পেল সিএসকে। ২০ ওভারে তুলল ১৭২/৭।


টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ম্যাচে গুজরাতের বোলাররা শুরুটা দারুণভাবে করেন। নালকণ্ডের বলে রুতুরাজ মিড উইকেট ক্যাচও তোলেন। তবে দুর্ভাগ্য়বশত সেই বলটি নো বল হওয়ায় জীবনদান পান রুতু। এরপরেই ব্যাট হাতে আগ্রাসী ছন্দে ব্যাট করা শুরু করেন রুতু। জীবনদান পাওয়ার পরেই চার, ছক্কা হাঁকান রুতু। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৪৯ রান তোলে সিএসকে। রুতুরাজ ৩৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন।  


দুরন্ত ৮৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন সিএসকে প্রাক্তনী মোহিত শর্মা (Mohit Sharma)। অভিজ্ঞ বোলারের বলে বড় শট মারতে গিয়েই ৬০ রানে সাজঘরে ফিরতে হয় রুতুকে। ব্যাট হাতে তিন নম্বরে নেমে রান পাননি শিবম দুবেও। নূর আমেদের গুগলি বুঝতে ভুল করে ১ রানে বোল্ড হন তিনি। পরপর দুই উইকেট তুলে নেওয়ার পরেই সিএসকেকে চেপে ধরেন গুজরাতের বোলাররা। এক সময় গুজরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে কার্যত ধুঁকছিল সিএসকে ব্যাটিং। ইনিংসের গতি বাড়াতে গিয়েই ১৭ রানে সাজঘরে ফেরেন অজিঙ্ক রাহানে। এবার নালকণ্ডের ভাগ্য তাঁর সঙ্গ দেয়।


কনওয়ে ইনিংসের বেশিরভাগ সময়ই ছন্দে ছিলেন না। তবে তিনি দীর্ঘক্ষণ লড়াই চালান। অবশেষে তাঁর ৪০ রানের লড়াকু ইনিংসের সমাপ্তি ঘটান মহম্মদ শামি। আম্বাতি রায়াডুও ১৭ রানের বেশি করতে পারেননি। রায়াডু আউট হওয়ার প্রবল সমর্থনের মাঝে মাঠে নামেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এ মরসুের আইপিএলে তাঁর স্ট্রাইক রেট দু'শোরও অধিক। তাই তাঁর ব্যাট থেকে কয়েকটি বড় শট দেখার আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু মাহি তাঁদের হতাশ করেই ১ রানে সাজঘরে ফেরন। অবশেষে রবীন্দ্র জাডেজা অপরাজিত ২২ রানের ইনিংস খেলে সিএসকের রান কিছুটা বাড়াতে সাহায্য করেন।


আরও পড়ুন: সকালে ব্রাশ করার আগে কি জল পান করা উচিত ?