মোহালি: প্রথম ম্য়াচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হল কলকাতা নাইট রাইডার্সের (KKR vs PBKS) বোলারদের। মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে (PCA Stadium) প্রথমে ব্যাট করে শিখর ধবনরা তুললেন ১৯১/৫। ব্যাট হাতে জ্বলে উঠলেন ভানুকা রাজাপক্ষে ও ধবন। মাত্র ৩২ বলে ৫০ রান করলেন ভানুকা। ২৯ বলে ৪০ রান অধিনায়ক ধবনের। ম্যাচ জিততে হলে বড় রান তাড়া করতে হবে কেকেআরকে। নীতীশ রানাদের সামনে ম্যাচ জেতার জন্য লক্ষ্য ১৯২ রানের। 


মনে করা হয়, কেকেআরের বরাবরের শক্তি তাদের বোলিং। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করা ফাস্টবোলার, বিস্ময় স্পিনার, দুদিকে স্যুইং করাতে পারা পেসার, দুর্দান্ত বৈচিত্র নাইটদের বোলিং তূণে। কিন্তু প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হল কেকোর বোলারদের। মোহালিতে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের নবনিযুক্ত অধিনায়ক নীতীশ রানা। মোহালিতে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার, ম্যাচের আগের দিন বৃষ্টির জন্য কেকেআরের প্র্যাক্টিস ব্যাহত হয়েছিল। টসের পর নীতীশ জানিয়েছিলেন যে, ম্যাচের মধ্যে বৃষ্টি যদি বিঘ্ন ঘটায়, সেই কারণে আগে বোলিং করে নেওয়া। যাতে পরে ডাকওয়ার্থ লুইস নিয়ে ওভার সংখ্যা কমাতে হলে সেই অনুযায়ী ব্যাটিং করতে পারেন।


তবে প্রথমে বোলিং করে কেকেআর বোলারদের অভিজ্ঞতা সুখকর হল না। শুরুতেই ঝড় তোলেন প্রভশিমরন সিংহ। শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন। প্রথম ২ ওভারে ধবন কোনও বলই খেলেননি। টিম সাউদির বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন প্রভশিমরন।


তবে তিন নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। মাত্র ৩২ বলে ৫০ রান করে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ৬টি চার মেরে ২৯ বলে ৪০ রান করেন ধবন। মোহালির পিচে বল পড়ে ভালভাবে ব্যাটে এসেছে। তাই এই উইকেটে স্ট্রোক প্লেয়ারদের খুশি হওয়ার কথা। পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটাররা প্রত্যেকেই আগ্রাসী ব্যাটিং করেন। জিতেশ শর্মা ১১ বলে ২১ রান করেন। ১৩ বলে ১৬ রান করেন সিকন্দর রাজা। স্যাম কারান ১৭ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন শাহরুখ খান।


নাইট বোলারদের মধ্যে ২ উইকেট নিলেও সাউদি ৪ ওভারে খরচ করেন ৫৪ রান। সুনীল নারাইন ১ উইকেট নিলেও ৪০ রান খরচ করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে ও উমেশ যাদব ২৭ রান দিয়ে একটি করে উইকেট নেন।