অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দ্রুত চালু হতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা (New Garia to Ruby Metro Services)। মেট্রো রেলের (Metro Rail) তরফে প্রকাশিত হল ভাড়ার তালিকা। নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে লাগবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া ৪৫ টাকা।


রেট চার্জ কী করল মেট্রো কর্তৃপক্ষ ?


জানা গেছে, এপ্রিল মাসের মধ্যেই  নিউ গড়িয়া থেকে রুবি লাইনের পরিষেবা চালু হয়ে যেতে পারে। ন্যূনতম ভাড়া ৫ টাকাই থাকছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে গেলে সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। তবে, নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন প্রথম কোনও জংশন মেট্রো স্টেশন হতে চলেছে। আমরা জানি যে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি মেট্রো স্টেশন চলে। সেই মেট্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি। যে নিয়ম করা হচ্ছে তাতে, একবার টিকিট কেটেই যাত্রীরা দুবার মেট্রোয় চড়তে পারবেন। মাঝে আর টিকিট কাটার কোনও প্রয়োজন পড়বে না। সেদিক থেকে কাউকে একবার মেট্রো বদল করে টালিগঞ্জ থেকে রুবি আসতে গেলে তার ভাড়া পড়বে ৩৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটের মত স্টেশনগুলি থেকে ৪০ টাকা দিতে হবে এবং দক্ষিণেশ্বর থেকে দমদম সরাসরি রুবি যেতে গেলে, মাঝে কবি সুভাষে একবার থেমে তাকে ৪৫ টাকা দিতে হবে। এই রেট চার্ট এখনও পর্যন্ত ঠিক হয়েছে।


পরিষেবার চালুর ক্ষেত্রে বলা হচ্ছে, সবকিছু ছাড়পত্র মিলেছে। যে শর্ত দেওয়া হয়েছিল, তাও পূরণ হয়ে গেছে। এখন শুধুমাত্র উদ্বোধক কে হবেন সেটা ঠিক করে নিয়ে, এপ্রিল মাসের কোনও দিনে এটাকে চালু করে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। কারণ, কমিশনার রেলওয়ে সেফটি যে ছাড়পত্র দেন সেটি তিন মাসের জন্য বৈধ থাকে। এই তিন মাস প্রায় শেষ হতে চলল। এপ্রিল মাসটি বাকি আছে। এর মধ্যেই পরিষেবা চালু করে দেওয়া হবে বলা হচ্ছে মেট্রোর তরফে।


নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। তার মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার। রয়েছে ৫টি স্টেশন। অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত। এতদিন মেট্রো করে দমদম থেকে রুবি আসার সুযোগ ছিল না। কিন্তু মেট্রো যোগাযোগ হয়ে গেলে মেট্রোর মাধ্যমেই এই যাতায়াত করা যাবে। উপকৃত হবেন বহু নিত্যযাত্রী।


 আরও পড়ুন ; প্রস্তুতি শেষ, কিন্তু এখনও শুরু হয়নি কবি সুভাষ-রুবি মেট্রো, কেন?