জয়পুর: একসঙ্গে ৪ বোলার পেয়ে গিয়েছেন ১৪টি করে উইকেট। টুর্নামেন্টের মাঝপর্বে এসে বোঝাই দায় যে, শেষ পর্যন্ত কার মাথায় উঠবে পার্পল ক্যাপ। পার্পল ক্যাপের দৌড়ে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে।
প্রায় মাঝপথে আইপিএল (IPL 2023)। পয়েন্ট টেবিলে যেমন চলছে সাপ-লুডোর খেলা তেমনই জমে উঠছে উইকেট দখলের লড়াই। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে বেগুনি টুপি দখলের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সিরাজের মতোই ১৪ উইকেট দখলে করে ফেলেছেন রশিদ খান (Rashid Khan), অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande)। মাত্র একটি উইকেট কম পেয়ে তাঁদের পিছনেই রয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
৮ টি ম্যাচ খেলে এই মুহূর্তে ১৪ উইকেটের পাশাপাশি ৭.৩১ ইকনমি রেটের সুবাদে পার্পল ক্যাপ দখলের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের ইকনমি রেট ৮.০৭। যদিও একটি ম্যাচ কম খেলেই ১৪ উইকেট আফগান স্পিনারের দখলে। এবারের আইপিএলে একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদের সামনে তাই সুযোগ রয়েছে সিরাজকে পরের ম্যাচেই টপকে যাওয়ার। শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ হারলেও এক উইকেট নিয়ে তিনে উঠে এসেছেন পাঞ্জাব কিংসের অর্শদীপ। রাজস্থানের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে এই মুহূর্তে ১৪ উইকেট তুষার দেশপাণ্ডের ঝুলিতেও। যদিও চেন্নাই সুপার কিংসের বোলারের ইকনমি ১০.৯০।
৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের বোলারের ইকনমি ৮.০৫। তিনিও পার্পল ক্যাপের দৌড়ে ভালমতোই রয়েছেন।
এদিকে, ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৭ ম্যাচে ঝুলিতে ১১ শিকার তুলে তালিকায় সাত নম্বরে পীয়ূষ চাওলা। সিএসকের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে মোট ১১ উইকেট নিয়ে তালিকায় আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকায় নয় নম্বরে রবীন্দ্র জাদেজা। অশ্বিনের থেকে ইকনমি রেটে কিছুটা পিছিয়ে জাড্ডু। আর মাত্র ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শিকারিদের তালিকায় দশম স্থানে রয়েছেন মার্ক উড। তার পরেই রয়েছেন গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামি। ৭ ম্যাচে ১০ উইকেট রয়েছে বাংলার পেসারের ঝুলিতে।
আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?