মুম্বই: আইপিএলের হাজারতম ম্যাচ। রোহিত শর্মার জন্মদিন। মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠের গ্য়ালারি প্রস্তুত ছিল আইপিএলের মঞ্চে হিটম্যানকে স্বাগত জানাতে। তাঁরা স্বাগত জানালেনও। কিন্তু ম্য়াচের প্রথম ইনিংসে যাবতীয় লাইমলাইট কেড়ে নিলেন আরেক মুম্বইয়ের ছেলে। তিনি যশস্বী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেললেও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন গত কয়েক বছর ধরে। এদিন মুম্বইয়ের বিরুদ্ধেই ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি এই ব্য়াটার।


টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। বাটলার ও জয়সওয়াল জুটি গত ২ মরসুম ধরেই রাজস্থান শিবিরকে টপ অর্ডারে ভরসা জোগাচ্ছেন। এদিন বাটলারের থেকে ভয়ঙ্কর ছিলেন জয়সওয়াল। ১৮ রানে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিরে গেলেও মারমুখি মেজাজেই গোটা ইনিংসে ব্যাট করে গেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী জয়সওয়াল। ইনিংসের শুরুতে নেমেছিলেন। আর ইনিংসের শেষ ওভারে আউট হলেন। ৬২ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান জয়সওয়াল। বাকি আর কেউই সেভাবে রান পাননি। তবে বাঁহাতি যশস্বীর ইনিংসই দুশোর গণ্ডি পার করে দিতে সাহায্য করে রাজস্থানের। 


মুম্বই বোলারদের মধ্যে এদিন ১ উইকেট নেন কামব্যাক করা জোফ্রা আর্চার। সর্বাধিক ৩ উইকেট নেন আর্শাদ খান। ২ উইকেট নেন পীযূশ চাওলা। ১টি উইকেট নেন রিলি মেরিডিথ। 


সিএসকেকে হারাল পাঞ্জাব


এই ম্যাচ চেন্নাই হারবে, তা হয়ত শেষ বলের আগে পর্যন্তও কেউ বিশ্বাস করতে পারছিলেন না। নইলে তিন রান দরকার, এমন পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ঠিক ৩ রানই নিয়ে দলকে দুরন্ত জয় এনে দিলেন পাঞ্জাব কিংসের সিকান্দার রাজা। ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস। 


২০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুতে ওপেনিংয়ে প্রভসিমরন সিংহ ও শিখর ধবন মিলে পার্টনারশিপ গড়েন। ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি বাউন্ডারি ও ২টাে ছক্কা হাঁকিয়েছে প্রভসিমরন। পাঞ্জাব অধিনায়ক ১৫ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে একটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা। শেষ ওভারে ৯ রান দরকার ছিল। বােলার ছিলেন বেবি মালিঙ্গা পাথিরানা। ষষ্ঠ বলে ৩ রান করলে জয় পাবে পাঞ্জাব এই পরিস্থিতিতে স্নায়ুর চাপ সামলে রেখে ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।