মুম্বই: দেখতে দেখতে ১৭ বছর কাটিয়ে ফেললেন এই ইন্ডাস্ট্রিতে। আর এই বিশেষ দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পরিচালক অনুরাগ বসুকে (Anurag Basu) ধন্যবাদ জানালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন 'ক্যুইন' (Queen)। ১৭ বছর আগে অনুরাগ বসুর ছবি 'গ্যাংস্টার' (Gangster) ছবির মুখ্য চরিত্রে দেখা যায় কঙ্গনাকে, সেটিই তাঁর ডেবিউ ছবি। 


ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার, প্রথম পরিচালককে ধন্যবাদ কঙ্গনার


পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বছর ১৭ আগে অভিনয় জগতে পা রেখেছিলেন আজকের বলিউড তারকা কঙ্গনা রানাউত। এদিন ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করলেন তিনি। 


এদিন ১৭ বছর আগের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে বাঙালি পরিচালক অভিনেত্রীকে কিছু জিনিস বোঝাচ্ছেন। 'ক্যুইন' অভিনেত্রীর পরনে কালো ড্রেস। ক্যাপশনেন তিনি লেখেন, 'এই জিনিয়াস ব্যক্তি অনুরাগ বসুকে সমস্ত ধন্যবাদ যিনি আমাকে ১৭ বছর আগে ২৮ এপ্রিল ২০০৬ সালে লঞ্চ করেছিলেন। এই রইল ওঁর সঙ্গে আমার 'লাইফ ইন এ মেট্রো'র সেট থেকে একটি ছবি (২০০৬), এভাবেই উনি আমাকে ট্রেন করতেন... 'তুই চুপ কর', ওঁর প্রিয় শব্দবন্ধ ছিল। হা হা হা আমি তোমাতে ভালবাসি অনু... সবকিছুর জন্য ধন্যবাদ।'




এরপর কঙ্গনা লেখেন, 'আমাকে বলা হয়েছিল অভিনেত্রীদের কর্মজীবন ৪-৫ বছর টেকে... বেশ, গতকাল আমি ১৭ বছর পূর্ণ করলাম।'


ইমরান হাশমি ও শাইনি আহুজার সঙ্গে 'গ্যাংস্টার' ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন কঙ্গনা। এরপর অনুরাগ বসুর পরিচালনাতেই 'লাইফ ইন এ মেট্রো' ছবিতে আরও একাধিক অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেন তিনি। 


প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে এরপর 'চন্দ্রমুখী ২' ছবিতে দেখা যাবে। পি বাসু পরিচালিত 'চন্দ্রমুখী ২' হচ্ছে ব্লকবাস্টার হিট তামিল হরর কমেডি ছবি 'চন্দ্রমুখী'র সিক্যোয়েল, যে ছবিতে রজনীকান্ত ও জ্যোতিকা ছিলেন মুখ্য চরিত্রে। 'চন্দ্রমুখী ২' ছবিতে কঙ্গনাকে রাজার দরবারের এক নর্তকীর ভূমিকায় দেখা যাবে, যে তাঁর শিল্প ও সৌন্দর্য্যের জন্য খ্যাত। 


আরও পড়ুন: Carrot : ডায়াবেটিসে গাজর খাওয়া উচিত নয় কেন ?


এছাড়া তাঁকে আগামী পিরিয়ড ড্রামা 'ইমার্জেন্সি'তেও দেখা যাবে। এই ছবির পরিচালকও কঙ্গনা নিজেই। প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সময়ে জারি হওয়া জরুরি সময়ের গল্প তুলে ধরা হবে এই ছবিতে।