বেঙ্গালুরু: আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তাই দুই দলই মরিয়া হয়ে এই ম্য়াচ জেতার জন্য ঝাঁপাবে। ম্যাচের আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) ছোট্ট ছেলে উইলিয়াম ফ্লেচার উপস্থিত হয়েছিলেন। বাবার বোলিংয়ে খুদেকে ব্যাট হাতেও দেখা যায়। তবে অনুশীলন শেষে বিরাট কোহলিকে (Virat Kohli) সামনে দেখে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পন্টিংপুত্র।


মন্ত্রমুগ্ধ পন্টিংপুত্র


দিল্লি ক্যাপিটালসের তরফে গোটা ঘটনার একটি ভিডিও শেয়া করা হয়। সেখানে বিরাট কোহলির সঙ্গে অজি কিংবদন্তি পন্টিংকে কথা বলতে দেখা যায়। সেই কথোপকথনের মাঝেই পন্টিং তাঁর পুত্রকে বিরাট কোহলির সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে দেন। তবে পন্টিংপুত্র কোহলির সঙ্গে হাত মেলানোর বদলে হা করে তাঁর দিকেই তাকিয়ে থাকেন।


 






বিরাটের অর্ধশতরান


দিল্লির বিরুদ্ধে কিন্তু ম্যাচে ব্যাট হাতে কোহলি বেশ ভালই পারফর্ম  করেন। মাত্র ৩৩ বলে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। স্মরণীয় হয়ে রইল হাফসেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনও। হাত দিয়ে বুক ঠুকে হুঙ্কার করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকাকে। মাঠের যে আগ্রাসনের জন্য কোহলি বিখ্যাত। ভক্তরাও চান, সাফল্যের পর এভাবেই উৎসব করুন কোহলি। তাতে যে গোটা দলের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি বিশাল ছক্কা। আইপিএলে এটি কোহলির ৪৭তম হাফসেঞ্চুরি। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরিও।


চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন দিল্লির তারকা। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ছন্দে ছিলেন। তবে বড় রান পাননি। ১৮ বলে ২১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তার পরের ম্যাচে ফের ব্যাট হাতে জ্বলে ওঠেন। ফের হাফসেঞ্চুরি করেন তিনি। সেই ম্যাচে ৬১ রানে আউট হন কোহলি। শনিবার ফের হাফসেঞ্চুরি। চলতি আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি। মাত্র ৪ ম্যাচে। আইপিএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।


আরও পড়ুন: দলে ফিরলেন মার্শ, টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের