মুম্বই: একে জন্মদিন। তার ওপর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসাবে দশ বছর পূর্তি। উপরি পাওনা, ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ২ পয়েন্ট পকেটে ঢোকানো। রোহিত শর্মাকে ঘিরে যে ভক্তদের উন্মাদনার পারদ তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শেষে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে সেলফি তোলার আবদার জানান ভক্তরা। রোহিতও হতাশ করেননি। তিনি হাসিমুখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েন। কিন্তু সমর্থকেরা ছিলেন নেটের ওপাড়ে। হাত বাড়িয়ে কেউই সেলফি তুলতে পারছিলেন না। তখন রোহিতই এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন নেন। সেলফি তোলেন। বেশ খোশমেজাজেই ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
কিন্তু বিভ্রাট এর পরেই। রোহিত সেলফি তোলার পর হইচইয়ের মধ্যে ভুলে যান যে, ভক্তকে ফোনটা ফেরত দিতে হবে। তিনি ফোন নিয়েই সিঁড়ি পেরিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। তখন সেই ভক্ত রীতিমতো চিৎকার করে বলেন, 'মেরা ফোন...'। রোহিত নিজের ভুল বুঝতে পারেন। হেসে ভক্তের হাতে ফোন ফেরত দিয়ে যান।
পরে মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিও পোস্ট করে। সঙ্গে মজা করে লেখে, 'আরে রো ভাই, ফোন তো দেতে যাও'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটাই সত্যি হয়ে গেল ওয়াংখেড়েতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় ম্যাচ হাতের থেকে বেরিয়ে গেছে, এমন জায়গা থেকেই ১৪ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক হয়ে গেলেন টিম ডেভিড। রোহিত শর্মার জন্মদিন তাঁকে জয় উপহার দিতে চেয়েছিল মুম্বই শিবির। আর ঠিক সেটাই করলেন তাঁরা। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল মুম্বই।
নিজের জন্মদিন বলে কথা। তাও আবার আইপিএলের ইতিহাসে হাজারতম ম্যাচ। স্মরণীয় বলে কথা। কিন্তু এমন ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না ব্য়াটার রোহিত। ২১৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩ রান করেই সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন হিটম্যান। ২৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন গ্রিন। তবে ম্যাচ তখনও ছিল রাজস্থানের দখলেই। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। কঠিন কাজটি সহজ করে দেন রাজস্থান বোলার জেসন হোল্ডারই। পরপর তিনটি ফুল টস, আর সেই সুযোগ হাতছাড়া করেননি টিম ডেভিড। তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েই ম্যাচের যবনিকা টেনে দেন তিনি। ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৪৫ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তিলক ভার্মা ২১ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান। রাজস্থান বোলারদের মধ্যে ২টো উইকেট নেন অশ্বিন। ১টি করে উইকেট নেন বোল্ট ও সন্দীপ শর্মা। তবে চাহাল ৩ ওভারে ৩২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।