Realme Narzo N55: ভারতে রিয়েলমি (Realme) সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে চলতি মাসেই। জানা গিয়েছে, আগামী ১২ এপ্রিল রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই প্রথম রিয়েলমি এন সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি এন৫৫ ফোন কেনা যাবে। এছাড়াও কেনা যাবে রিয়েলমির সাইট থেকে। ভারতে প্রাইম ব্লু রঙে লঞ্চ হতে চলেছে রিয়েলমি এন সিরিজের প্রথম ফোন। 


ক্যামেরা মডিউল- রিয়েলমি এন৫৫ ফোনের রেয়ার প্যানেলে দুটো সার্কুলার ক্যামেরা মডিউল থাকতে পারে। লম্বালম্বি সাজানো থাকবে এই দুই ক্যামেরা মডিউল। ফোনের রেয়ার প্যানেলের বাঁদিকে এই ক্যামেরা মডিউল থাকবে। এর সঙ্গে গোল-আয়তাকার এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। ফোনের ডানদিকের অংশে থাকতে পারে লম্বাটে ভলিউম বাটন এবং তার নীচে থাকতে পারে পাওয়ার বাটন। 


আগে শোনা গিয়েছিল রিয়েলমি এন৫৫ ফোন প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে পারে। চারটি স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৫ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রিয়েলমি নারজো এন সিরিজের ভারতে লঞ্চ হতে চলা প্রথম মডেলের দাম মাঝামাঝি রেঞ্জে হতে পারে।


OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord Ce 3 Lite 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভারতে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্তোড়েজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিম গ্রে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোন। আগামী ১১ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে এই ফোন কিনলে ১০০০ টাকা ফ্ল্যাট ছাড় পাবেন ক্রেতারা। 


আরও পড়ুন- ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো! অবিলম্বে ডিলিট না করলেই বিপদের আশঙ্কা!