কলকাতা: আজ আইপিএলে (IPL 2023) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চার বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রত্যাবর্তন ঘটাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। একদিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অপরদিকে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, দুুই দলেই তারকাদের ছড়াছড়ি। মোটের ওপর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। সেই ম্যাচ শুরু হওয়ার আগে এক নজরে আইপিএলে ইডেনের রেকর্ডসমূহ দেখে নেওয়া যাক।


ইডেনে এখনও পর্যন্ত ৭৮টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। ম্যাচগুলিতে কিন্তু রান তাড়া করেই বেশিরভাগ দল ম্যাচ জিতেছে। ক্রিকেটের 'নন্দন কাননে' প্রথমে ব্যাট করা দল ৩১টি ম্যাচ জিতেছে এবং রান তাড়া করা দল ৪৭টি ম্যাচ জিতেছে। কেকেআর ইডেনে মোট ৭৪টি ম্যাচ খেলে ৪৫টি ম্যাচ জিতেছে এবং ২৯টি হেরেছে। অপরদিকে, আরসিবি ১১টি ম্যাচ খেলে ইডেনে পাঁচটিতে জয় পেয়েছে।


একদা স্পিনারদের স্বপ্নের ময়দান ছিল ইডেন। আইপিএলে এই মাঠেই স্পিনাররা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে ৭.৫ ইকোনমিতে রান তুলেছে ব্যাটাররা। অপরদিকে, ফাস্ট বোলারদের বিরুদ্ধে ৮-র ইকোনমিতে ব্যাটাররা রান তুলেছেন। তাঁদের গড় স্পিনারদের থেকে খানিকটা বেশি। ফাস্ট বোলারদের ইডেনে বোলিং গড় ৩১.৬, সেখানে স্পিনারদের গড় ২৭.৩। এই মাঠে প্রথম ইনিংসে দলগুলি ১৬১.১ রান গড়ে করেছে। অপরদিকে, পাওয়ার প্লের গড় স্কোর ৪৬.৬। ডেথ ওভারে সেখানে ৪৮.৬ গড়ে রান তুলেছে দলগুলি।


ইডেনে সর্বাধিক রানের ইনিংস:


গত মরসুমের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজত পাতিদারের ১১২ রানই ইডেনে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান 


ইডেনে সেরা বোলিং:


পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০১২ সালে সুনীল নারাইনের ১৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়াটাই এখনও পর্যন্ত ইডেনে কোনও বোলারের সেরা পারফরম্যান্স।


দলগত সর্বাধিক স্কোর:


কেকেআর ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই উইকেটের বিনিময়ে ২৩২ রান করেছিল, সেটাই কোনও দলের ইডেনে এক ইনিংসে করা সর্বোচ্চ রান।


দলগত সর্বনিম্ন স্কোর:


বছর ছ'য়েক আগে আজকের প্রতিপক্ষ আরসিবিকেই ৪৯ রানে অল আউট করেছিল কেকেআর। এটাই কোনও দলের ইডেনে করা সর্বনিম্ন স্কোর।


আরও পড়ুন: ৪ বছর পর ইডেনে নামছেন রাসেলরা, কেকেআর বনাম আরসিবির ম্যাচটি কোথায় দেখবেন?