আমদাবাদ: শুক্রবার তাঁর ব্যাটিং তাণ্ডব দেখে মুগ্ধ সুনীল গাওস্করের মতো কিংবদন্তি। ৬০ বলে ১২৯ রান করেছেন শুভমন গিল (Shubman Gill)। স্ট্রাইক রেট? ২১৫! সাতটি চার ও ১০টি ছক্কা মেরেছেন পাঞ্জাবের ডানহাতি ওপেনার।


বিধ্বংসী ইনিংস খেলে উঠে শুভমন জানালেন, কী প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁর। এমনই অবস্থা হয়েছিল যে, চোখই খুলতে পারছিলেন না গুজরাত টাইটান্সের তারকা ওপেনার।


গুজরাতের ইনিংসের শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শুভমন বলেছেন, 'আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম, জানতামই না যে অরেঞ্জ ক্যাপ পেয়েছি। আমাদের রান ভাল হয়েছে। আশা করছি এই রানের পুঁজি রক্ষা করে ম্যাচ জিততে পারব।' তারপরই শুভমন বলেন, 'আমার চোখে প্রচুর ঘাম ঢুকেছিল। জ্বালা করছিল। চোখ মেলে তাকাতে পারছিলাম না।'


শুভমন আরও বলেছেন, 'আমরা হারলে সেরা ক্রিকেটটা খেলি। সেটাই হয়েছে। চেনা মাঠে আমাদের অবশ্যই সুবিধা হয়েছে। মাঠের কোন দিকে বড় শটের জন্য নিশানা করব, জানতাম। নতুন বল একটু থমকে আসছিল। উইকেটে ঘাস নেই। পরে বল ভালভাবে ব্যাটে আসতে শুরু করে।'


এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে ধ্বংস করে দিয়েছিলেন আকাশ মাধওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের ডানহাতি পেসার মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে রেকর্ড গড়েছিলেন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে আসা মাধওয়ালকে নিয়ে রীতিমতো হইচই চলছে।


উত্তরাখণ্ডের পেসারকে নিয়ে শুক্রবার ছেলেখেলা করলেন গিল। তাঁর এক ওভারে নিলেন ২১ রান। মারলেন ৩ ছক্কা।


অরেঞ্জ ক্যাপও ফাফ ডুপ্লেসির কাছ থেকে ছিনিয়ে নিলেন গিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  অধিনায়কের চেয়ে মাত্র ৮ রানে পিছিয়ে ছিলেন। ৯ রান করলেই অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে যাওয়ার কথা ছিল শুভমনের। সেখানে তিনি করলেন ১২৯। এখন সর্বোচ্চ স্কোরার শুভমনই। ১৬ ম্যাচে ৮৫১ রান হয়ে গেল তাঁর। তিনটি সেঞ্চুরি করেছেন।


শুভমনের মারা ছক্কা দেখে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য এমনই মুগ্ধ হয়ে যান যে, বাউন্ডারি লাইনের পাশে বসে অভিব্যক্তিতে বুঝিয়ে দেন, তিনি বাকরূদ্ধ। হার্দিকের সেই অভিব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  


একটি পরিসংখ্যানও বেশ চমকে দেওয়ার মতো। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩৩টি ছক্কা মেরেছেন গিল। যেখানে গত মরসুমে শুভমন মেরেছিলেন ১১টি ছক্কা। ২০২১ সালের আইপিএলে মেরেছিলেন ১২টি ছক্কা। এবার প্রায় তিনগুণ বেশি ছক্কা মেরেছেন গিল।




আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের