নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। ইতিমধ্যেই টুর্নামেন্টের ১৭টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। মোটামুটি সব দলই নিজেদের জয়ের খাতা খুলে ফেলেছে। কেবল দিল্লি ক্যাপিটালসই (Delhi Capitals) একমাত্র দল যারা এখনও অবধি নিজেদের একটি ম্যাচও জিততে পারেনি। টুর্নামেন্টে এখনও অবধি চারটি ম্যাচ খেলে চারটিতেই পরাজিত হয়েছে দিল্লি। ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে দিল্লি তরুণদের নিয়ে তৈরি একটি ফ্র্যাঞ্চাইজি এবং নিজেদের সেরা ক্রিকেট খেলতে দলকে এখনও খানিকটা সময় দিতে হবে।
বেদনাদায়ক হার
নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই করেও, দিল্লিকে শেষ বলে পরাজিত হতে হয়েছিল। পরাজয়ের ফলে খারাপ লাগলেও, খেলার জগতে এমনটা হয়েই থাকে বলে দাবি করেন সৌরভ। তিনি বলেন, '২০১৯ সাল থেকে আমরা যেমন খেলেছি, তারপর এই পরাজয়টা নিঃসন্দেহে বেশ বেদনাদায়ক। তবে খেলায় তো এমনটা হয়েই থাকে। হার মেনে নেওয়াটা কখনও সহজ নয়। আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে, তাই শক্তিশালী দল হতে আমাদের এখনও খানিকটা সময় লাগবে। আমাদের ব্যাটিংটা আরও অনেক ভাল করতে হবে।'
দিল্লির হয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া আর কেউই এখনও তেমন ধারাবাহিকভাবে রান করতে পারেননি। ওয়ার্নারকে চেনা ছন্দে দেখা যায়নি। তিনি রান করলেও, তা এসেছে অওয়ার্নারচিত ১১৪-র স্ট্রাইক রেটে। তবে সৌরভ এইসব নিয়ে বেশি চিন্তাভাবনা করতে নারাজ। 'এখন থেকে আমরা কেবল উন্নতিই করতে পারি। বেঙ্গালুরুর ব্য়াটিং সহায়ক পিচে আশা করি তরুণ তুর্কিরা ফর্ম ফিরে পাবে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। দীর্ঘদিন ধরে খেললে এমনটা তো হয়েই। সবাইকেই কখনও না কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই হতাশা কাটিয়ে ছন্দে ফেরার পথ কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে' মত প্রাক্তন ভারতীয় অধিনায়কের।
স্যামসনকে জরিমানা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোমহর্ষক এক ম্যাচ জিতে আইপিএলের (IPL 2023)লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ধোনি-জাডেজার লড়াকু পার্টনারশিপ সত্ত্বেও সিএসকেকে ৩ রানে পরাজিত করে রাজস্থান। তবে দুর্দান্ত এই জয়ের পরে বিসিসিআইয়ের তরফে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanji Samson) কড়া শাস্তির মুখে পড়তে হল।
চিপকে সিএসকের বিরুদ্ধে রাজস্থান দল নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে শাস্তি পেলেন দলের অধিনায়ক স্যামসন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুধবার চিপকে আইপিএলের ১৭তম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তাঁদের জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে রাজস্থান দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'
আরও পড়ুন: দুই দলের সামনেই লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি, কোথায়, কখন দেখবেন পাঞ্জাব-গুজরাত দ্বৈরথ?