নয়াদিল্লি: চলতি আইপিএলের (IPL 2023) প্রথম কোয়ালিফায়ার গুজরাত টাইটান্সকে হারিয়ে রেকর্ড দশমবার আইপিএলের ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নিজেদের পঞ্চম আইপিএল জেতার হাতছানি রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন হলুদ ব্রিগেডের দখলে। সিএসকে অধিনায়কের নেতৃত্বে মুগ্ধ দিল্লি ক্যাপিটালসের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


ধোনির প্রশংসায় সৌরভ


ধোনির নেতৃত্বের প্রশংসা করে সৌরভ বলেন, 'চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিংহ ধোনি এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। কীভাবে বড় ম্যাচ জিততে হয়, তা ওরা প্রমাণ করে দিয়েছে। আর ধোনির অধিনায়কত্বের তো তুলনাই হবে না। ও তো বড় ম্যাচ জেতার বিশেষজ্ঞ।'


আইপিএল মানেই তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা বিশ্বের সামনে তুলে ধরার মঞ্চ। এ আইপিএলেও তাঁর অন্যথা হয়নি। সৌরভও বেশ কিছু তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছেন, যারা নিজেদের দক্ষতায় এবারের আইপিএল মঞ্চ মাতিয়েছেন। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু সিংহ, ধ্রুব জুরেশ, যশস্বী জয়সওয়াল। তিনি বলেন, 'রিঙ্কু সিংহ ভাল খেলেছে, ধ্রুব জুরেল ভাল খেলেছে এবং অবশ্যই যশস্বী জয়সওয়ালও দারুণ খেলেছে। পাঞ্জাব কিংসের হয়ে জীতেশ শর্মা দারুণ পারফর্ম করেছেন। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও নজর কেড়েছেন। আইপিএল একটা বিরাট বড় টুর্নামেন্ট এবং এরা সকলেই খুব ভাল খেলেছে।'


ধোনির শেষ আইপিএল?


সিএসকে ফাইনালে পৌঁছনোই হলুদ ব্রিগেড অবশ্যই উচ্ছ্বসিত। তবে ম্যাচ শেষে একটা প্রশ্নও বারংবার সিএসকে অনুরাগীদের মাথায় ঘোরাফেরা করছে। মরসুমের প্রথম থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সম্ভবত এটাই শেষ আইপিএল মরসুম হতে চলেছে। ধোনি এ বিষয়ে নিজে স্পষ্টভাবে তেমনকিছু না বললেও, জল্পনা কিন্তু থামছে না। এই ম্যাচের পর চিপকে সিএসকের আর কোনও ম্যাচ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ধোনিকে শেষবার খেলোয়াড় হিসাবে হলুদ জার্সি গায়ে চিপকে দেখা গেল?


ম্যাচ শেষে কোনও রাখঢাক না করেই সিএসকে অধিনায়ককে হর্ষ ভোগলে এই প্রশ্ন করেই বসেন। জবাবে ধোনি ধোঁয়াশা অব্যাহত রেখে জানান, তিনি এখনও কিছুই সিদ্ধান্ত নেননি। মাহি বলেন, 'সত্যি বলতে আমি এখনও কিছুই জানি না। আমার কাছে আট, নয় মাস সময় রয়েছে। প্রচুর সময় রয়েছে এখনও। ডিসেম্বরে তো আবার একটি ছোট্ট নিলামও আয়োজিত হবে, তো আগে থেকে এত ভাবনার কোনও কারণ নেই। আমি সবসময়ই সিএসকের সঙ্গে থাকব। জানুয়ারি থেকে বাড়ির বাইরে রয়েছি। যদি মার্চের শুরুর থেকেও অনুশীলন করা শুরু করি, তাহলেও আমার শরীরে অনেকটাই ধকল পড়ে।'


আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?