মুম্বই: আইপিএল (IPL 2023) প্লে-অফে পৌঁছনোর লক্ষ্যে মরণ-বাঁচন ম্যাচে আজ ওয়াংখেড়ে ময়দানে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের (MI vs SRH)। প্লে-অফে পৌঁছতে মুম্বইকে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া সানরাইজার্সের লড়াইটা সম্মানরক্ষার। তবে প্রথম ইনিংসে অন্তত লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হল।


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পল্টনদের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সানরাইজার্সের হয়ে সিংহভাগ ম্যাচ না খেললেও, এই ম্যাচে উমরন মালিককে একাদশে সুযোগ দেওয়া হয়। দলে ফেরেন অভিজ্ঞ ওপেনার ময়ঙ্ক আগরওয়ালও। তবে বাদ পড়েন রাহুল ত্রিপাঠী। সানরাইজার্সের হয়ে শুরুটা কিন্তু দুই ওপেনার ময়ঙ্ক ও ভিভ্রান্ত দুর্দান্তভাবে করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে সানরাইজার্স। এরপরেও রান করার গতি কমেনি। ভিভ্রান্ত ৩৬ বলে সাতটি চার ও একটি ছক্কার সুবাদে অর্ধশতরান পূরণ করেন।


ভিভ্রান্ত আগ্রাসীভাবে ব্যাট করায় শুরুটা তুলনামূলকভাবে মন্থর গতিতেই করেছিলেন ময়ঙ্ক। তিনিও ধীরে ধীরে নিজের ইনিংসের গতি বাড়ান। তবে বড় শট মারতে গিয়েই বাউন্ডারি লাইনে ধরা পড়েন আকাশ মাধওয়াল। ৪৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ময়ঙ্ক ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এক সময় মনে হচ্ছিল হেসেখেলে দু'শো রানের গণ্ডি পার করে ফেলবে। কিন্তু মাধওয়াল দুরন্তভাবে মুম্বইকে লড়াইয়ে ফেরান।প্রথমে ৪৬ বলে ৮৩ রানে ব্যাট করা ময়ঙ্ককে ফেরান তিনি। তারপর ফেরান হেনরিক ক্লাসেন, হ্যারি ব্রুককে।


ক্লাসেন গত ম্যাচেই আরিসিবির বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। সানরাইজার্সের হয়ে এ মরসুমে সর্বাধিক রানও করেছেন তিনিই। প্রোটিয়া তারকা ক্রিজে থাকলে সানরাইজার্স বড় রানের দিকে এগতেই পারত। তবে ১৮ রানেই সমাপ্ত হয় তাঁর ইনিংস। হ্যারি ব্রুককে ফিরিয়ে তিনি ম্যাচে নিজের চতুর্থ উইরকেটটি নেন।  ১৪০ রানের দুরন্ত ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও শেষ ওভারগুলি আকাশ মাধওয়ালের দুরন্ত বোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২০০/৫ রানই তুলতে পারল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াংখেড়ের স্টেডিয়ামে ২০১ রান তাড়া করাটা কিন্তু খুব কঠিন নয়। এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স আগেই দুইশোর অধিক রান তাড়া করে ম্যাচ জিতেছে। তাই লড়াইটা এখন ৫০-৫০।


আরও পড়ুন: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?